জাভা
ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা শনিবার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, সুনামির কোনো আশঙ্কা নেই।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৫ দশমিক ৭ মাত্রার। এটি ১১২ কিলোমিটার (৭০ মাইল) গভীরতায় পশ্চিম জাভা এবং মধ্য জাভা প্রদেশের মধ্যবর্তী শহর বানজার থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত ছিল।
এর আগে গত ২১শে নভেম্বর একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে কমপক্ষে ৩৩১ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হন। সুলাওয়েসিতে ২০১৮ সালের ভূমিকম্প ও সুনামিতে প্রায় চার হাজার ৩৪০ জন নিহত হওয়ার পর এটি ইন্দোনেশিয়ায় সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮
ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি এন্ড জিওফিজিক্যাল এজেন্সির প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেছেন, সুনামির কোনো আশঙ্কা নেই, তবে সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৬ দশমিক ৪ মাত্রার।
২৭০ মিলিয়নেরও বেশি মানুষের বাসকারী দেশটি প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি আক্রান্ত হয়। কারণ এটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় বেসিনে আগ্নেয়গিরি এবং ফল্ট লাইনের মাঝে অবস্থিত।
২০০৪ সালে একটি অত্যন্ত শক্তিশালী ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে সুনামি আঘাত করে। যা ফলে এক ডজন দেশে দুই লাখ ৩০ হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু, আহত ৭০০
২ বছর আগে
ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কা, নিহত ১৪
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতে বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ।
পূর্ব জাভা ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান বলেন, পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশিয়ার পর্যটকদের বহনকারী বাসটি সেন্ট্রাল জাভার জনপ্রিয় পার্বত্য রিসোর্ট ডিয়েং প্যাটেল থেকে ফিরছিল। সোমবার ভোরের পরপরই বাসটি মোজোকারতো টোল সড়কের বিলবোর্ডে ধাক্কা দেয়।
টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দুর্ঘটনা কবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭, আহত ৮৫
উসমান বলেন, পুলিশ এখনও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে দুর্ঘটনার আগে চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে জানা গেছে।
তিনি বলেন, পুলিশ এখনও গুরুতর আহত চালককে জিজ্ঞাসাবাদ করেনি। মোজোকার্টোর চারটি হাসপাতালে ১৯ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
২ বছর আগে