ইডি
অর্থ পাচারের অভিযোগে রাহুল গান্ধীকে তলব
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীকে অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে দেশটির আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।
রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির জারি করা সমনের পরিপ্রেক্ষিতে সোমবার তিনি ইডি দপ্তরে হাজির হন।
রাহুল গান্ধী ইডি অফিসে পৌঁছানোর আগেই কংগ্রেসের নেতারা দলের সদর দপ্তরে জড়ো হয়ে তার সমর্থনে প্রতিবাদ শুরু করেন।
এসময় রাহুল গান্ধীর সঙ্গে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, কংগ্রেসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং কয়েক ডজন কর্মী সরকার বিরোধী স্লোগান দেন।
আরও পড়ুন: করোনা জটিলতায় হাসপাতালে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী
রাহুলকে ইডির সমনের প্রতিবাদে কংগ্রেস নেতারা রাজধানী নয়াদিল্লির রাজপথে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। তারা বিক্ষোভ বের করলে দফায় দফায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। এসময় অনেককে আটক করা হয়।
দিল্লি ট্রাফিক পুলিশ সোমবার দিল্লির বাসিন্দাদের জন্য একটি পরামর্শ জারি করেছে, যাতে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট রাস্তা এড়িয়ে পথ চলাচল করতে বলা হয়।
এই ঘটনায় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকেও তলব করেছে তদন্তকারী সংস্থাটি। তবে বর্তমানে কোভিড-১৯ পজিটিভ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ চান সোনিয়া। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নতুন তারিখ দিয়েছে। ২৩ জুন তাকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে গুলি, পুলিশসহ নিহত ২
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ
২ বছর আগে
পিকে হালদারকে আজ আবার আদালতে তুলছে ইডি, বাড়তে পারে রিমান্ড
বাংলাদেশি ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদারকে আজ আদালতে তুলবে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
মঙ্গলবার কলকাতার একটি আদালতে হাজির করে তার রিমান্ড বাড়ানোর আবেদন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার পশ্চিমবঙ্গে ইডির অভিযানে গ্রেপ্তার হওয়া হালদার ও তার দুই সহযোগীর তিন দিনের রিমান্ড মঙ্গলবার শেষ হয়েছে।
সূত্র ইউএনবিকে জানিয়েছে, রিমান্ড বাড়ানোর ক্ষেত্রে আরও জিজ্ঞাসাবাদের জন্যে ইডি হালদারকে দেশের প্রধান তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করতে চায়।
আরও পড়ুন: কোন কোন দেশে টাকা পাচার করেছেন পিকে হালদার, জানতে চান হাইকোর্ট
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি হালদার বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনার পর থেকে পলাতক ছিলেন।
তার দুই সহযোগী প্রীতিশ কুমার হালদার ও প্রাণেশ কুমার হালদারও তার সাথে পলাতক ছিলেন।
শুক্রবার ওপার বাংলার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিকে হালদার জালিয়াতি করে শিবশঙ্কর হালদার নামে একজন ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।’
অধিদপ্তর জানিয়েছে, এই তিনজনই জালিয়াতি নথির ভিত্তিতে ভারতে কোম্পানিটি স্থানান্তর করেছে।
আরও পড়ুন: পিকে হালদারকে গ্রেপ্তারে ভারতকে ধন্যবাদ দেয়া উচিৎ: হাইকোর্ট
পিকে হালদার ভারতে গ্রেপ্তার
২ বছর আগে