সিনেমা
প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেকদিনই হলো। অপেক্ষা ছিল প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে সিনেমাটি। সেই অপেক্ষা শেষ হলো, আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
এরইমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটি ট্রেইলার। যেটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধমে আলোচনা তৈরি করেছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
এছাড়াও অন্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগর দেশের শতাধিক শিল্পী।
উল্লেখ্য, ভারতের মুম্বাইয়ে ‘মুজিব’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে।
আরও পড়ুন: 'বাঘা যতীন' লুকে দেবের চমক
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
বাংলাদেশে 'জাওয়ান' মুক্তি নিয়ে শুধু দর্শকরা নয়, এ দেশের তারকারাও বেশ উচ্ছ্বসিত। অনেকে হলে সিনেমাটি দেখে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে কথা বললেন চিত্রনায়িকা বর্ষা।
আরও পড়ুন: বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
ব্লকবাস্টার সিনেমা 'জাওয়ান' দেখার পর গণমাধ্যমে এই তারকা বলেন, ‘আমাদের সামনে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি মুক্তি পাবে। মজার বিষয় হচ্ছে- আপনারা অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প ‘জাওয়ান’ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এমনটা একবারেই নয়। এর শুটিং প্রায় দেড় বছর আগে হায়াদ্রাবাদে করেছি।’
বর্ষা আরও বলেন, ভালো একটি সিনেমা নির্মাণ করতে দরকার ভালো গল্প, বাজেট। আমরা হয়তো ‘জাওয়ান’ বানাতে পারব না। তবে বাংলাদেশের জায়গা থেকে সেরা কাজটা করার চেষ্টা সব সময় থাকবে।
‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে সবশেষ আলোচনায় ছিলেন চিত্রনায়িকা বর্ষা। আর অপেক্ষায় রয়েছে তার ‘নেত্রী: দ্য লিডার’।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
বাংলাদেশে বলিউডের সিনেমা রিলিজের ধারাবাহিকতা শুরু হয়েছে। এরইমধ্যে এবছর মুক্তি পেয়েছে 'পাঠান' ও 'কিসি কা ভাই কিসি কা জান'।
তবে দুটি সিনেমাই এসেছে বিশ্বব্যাপী মুক্তির কয়েক মাস পর।
জানা গেল এবার আসতে যাচ্ছে শাহরুখ খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা 'জাওয়ান'। তবে এবার আর দেরি নয়। বিশ্বব্যাপী মুক্তির দিনই ৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
'জাওয়ান' বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
আরও পড়ুন: ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনন্য মামুন খবরটি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ জাওয়ান মুক্তি পাচ্ছে বাংলাদেশে। তথ্য মন্ত্রণালয় আজ (২৭ আগস্ট) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। 'জাওয়ান' হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সঙ্গে রিলিজ হবে বাংলাদেশে।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।এই প্রথম দক্ষিণী নির্মাতার পরিচালনায় কাজ করেছেন বলিউডের বাদশাহ। এতে তার নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ।
দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়কে দেখা যাবে অতিথি চরিত্রে।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
বার্বি: মুভি দেখার আগে জেনে নিন কিছু চমকপ্রদ তথ্য
চলতি বছরের ২১ জুলাই মহা সমারোহে মুক্তি পেলো যুগের সব থেকে সেরা মুভি বার্বি। শুধুমাত্র প্লাস্টিকের একটি পুতুল থেকে পুরো একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পর্যন্ত আসার মাঝে দুর্দান্ত এক সময় পাড়ি দিয়েছে বার্বি।
১৯৫৯ সালে সূচনা হওয়ার পর থেকে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের হৃদয় দখল করা এই বার্বি পুতুল বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি।স্বতন্ত্র শিল্প ও সংস্কৃতির এই বিখ্যাত প্রতিনিধিকে ঘিরে পুরো একটি জগত সৃষ্টি হয়েছে বার্বিল্যান্ড নামে।
চলুন, বার্বি মুভি দেখার আগে ঐতিহাসিক এই পুতুলটির পেছনের কিছু চমকপ্রদ তথ্য জেনে নেই।
বার্বি পুতুলের ইতিহাস
এই ফ্যাশন পুতুলটির স্রষ্টা আমেরিকান ব্যবসায়ী রুথ হ্যান্ডলার। যেটি ১৯৫৯ সালের ৯ মার্চে বাজারে নিয়ে আসে ম্যাটেল নামের কোম্পানি। ছয় দশকেরও বেশি সময় ধরে খেলনার বাজারে বিপ্লব ঘটিয়ে একটি সপ্রতিভ ব্র্যান্ডে পরিণত হয় বার্বি। ১০০ কোটিরও বেশি সংখ্যক বিক্রি হওয়ায়, বার্বি ম্যাটেলের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক পণ্যে পরিণত হয়।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
বেশ উচ্চাকাঙ্ক্ষী এই পুতুলটি সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন ক্যারিয়ারে নিজের রূপ বদলেছে। পরিবর্তনশীল সামাজিক নিয়মগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নতুন ভাবে হাজির হয়েছে প্রতিটি প্রজন্মের শিশুদের সামনে।
ফ্যাশন মডেল থেকে মহাকাশচারী, ব্যালেরিনা থেকে ব্যবসায়ী প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠিত বার্বি অনুপ্রাণিত করে গেছে শিশুদের বাড়ন্ত মনকে।
সেই ধারাবাহিকতায় ফ্যাশন নারী পুতুল হিসেবে প্রথমে খ্যাতি পেলেও পরবর্তীতে কেন নামে এর পুরুষ সংস্করণও বের হয়। এটিও খ্যাতি পায় বিশ্বজোড়া; এমনকি বার্বি ও কেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুতুল কাপল। খেলনা ব্যবসার মূল চালিকা শক্তি তো ছিলোই, কিন্তু পরবর্তীতে আনুষঙ্গিক ও পোশাকের মতো পণ্য বিক্রির বাহনেও পরিণত হয় বার্বি।
বার্বি নিয়ে চমকপ্রদ কিছু তথ্য
বার্বি ও কেনের নামকরণ:
বার্বি ও কেন খেলনার জগতে দুটি বিখ্যাত জুটি হিসেবে পরিচিত। কিন্তু যাদের নামে এদের নাম রাখা হয়েছে তাদের মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। বার্বির প্রতিষ্ঠাতা রুথ হ্যান্ডলার নিজের মেয়ে বারবারা মিলিসেন্ট রবার্টসের নামানুসারে ফ্যাশন পুতুলটির নামকরণ করেছিলেন। পুরুষ সংস্করণ কেনের নাম রাখা হয়েছিল তারই ছেলে কেনেথের নামে। অর্থাৎ বাস্তব জগতে তারা পরস্পরের ভাই-বোন।
আরও পড়ুন: আসছে অনম বিশ্বাসের ‘ভাইরাস’
২০০ টিরও বেশি ভিন্ন ক্যারিয়ার:
বার্বির সবচেয়ে অনুপ্রেরণামূলক দিকগুলোর মধ্যে একটি হলো তার বহুমুখিতা ও উচ্চাকাঙ্ক্ষা। সেই ১৯৫৯ সাল থেকে এখন পর্যন্ত বার্বি প্রায় ২০০ টিরও বেশি ভিন্ন ভিন্ন ক্যারিয়ারে আবির্ভূত হয়েছে। তার ক্যারিয়ারের জগত প্রসারিত ছিলো মহাকাশচারী থেকে পাইলট, ফায়ার ফাইটার থেকে সাংবাদিক ও উদ্যোক্তা থেকে র্যাপার পর্যন্ত।
ক্যারিয়ারের এই বৈচিত্র্য টিনেজার মেয়েদের উদ্দেশ্যে একটি শক্তিশালী প্রতীকী বার্তা ছিলো। বার্বির মত করে তারাও ভাবতে শুরু করে, পুরুষের মত তারাও যে কোনও পেশায় নিয়োজিত হতে পারে।
জার্মান পুতুল লিলি থেকে অনুপ্রেরণা:
বার্বির ধারণাটি প্রাথমিকভাবে লিলি নামের একটি জার্মান পুতুল থেকে উদ্ভব হয়েছিল। বিল্ড-জেইটুং নামক একটি জার্মান কমিক পত্রিকায় প্রকাশিত এক কমিক গল্পের উচ্চমানের এক কল গার্লের নাম ছিলো লিলি। রুথ হ্যান্ডলার, ইউরোপে ভ্রমণ করার সময় এই পুতুলটি তার চোখে পড়ে। আর সেই থেকে তার মাথায় অল্পবয়সী মেয়েদের জন্য একটি ফ্যাশন পুতুল তৈরির ধারণাটা আসে। পরবর্তীতে এই ধারণার অঙ্কুরেই জন্ম হয় বার্বির।
প্রথম বারবির দাম:
১৯৫৯ সালের ৯ মার্চে নিউইয়র্কে খেলনা মেলায় প্রবেশের মাধ্যমে রাজকীয় অভিষেক ঘটে বার্বি খেলনার। তখন এর ড্রেস ছিলো কালো-সাদা ডোরাকাটা সাঁতারের পোষাক। আর প্রথম আবির্ভূত বার্বির এই সংস্করণটির দাম ছিলো মাত্র ৩ আমেরিকান ডলার। তারপর থেকে বার্বির গোলাপি রঙ ধারণ করে, যেটি বার্বি পিঙ্ক (পিএমএস-২১৯) বা বার্বি গোলাপি নামে বিশ্ববিখ্যাত হয়।
আরও পড়ুন: আমি কী তুমি: মেহজাবিনকে নিয়ে ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজ
‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির অভিযোগে গ্রেপ্তার ২
'সুড়ঙ্গ' সিনেমা পাইরেসি করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুলাই) বিকালে ডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
৬ জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন- চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজ এর পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করেছেন। সুড়ঙ্গ নিয়ে দর্শকের এখনও আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ঙ্কর অপরাধ। আমরা যারা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তারা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা (পাইরেসি) শুধু আইনগতভাবেই অপরাধ নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এরকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
আরও পড়ুন: হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’
নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
ঈদুল আযহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'সুড়ঙ্গ'। রায়হান রাফির পরিচালনায় এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সঙ্গে জুটি বাঁধেন তমা মির্জা।
বাংলাদেশে ব্যাপক সফলতার পর আমেরিকাতেও বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে 'সুড়ঙ্গ'।
সুখবরটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাফি জানান, যুক্তরাষ্ট্রে সিনেমা প্রেমীদের প্রশংসার জোয়ারে ভাসছে 'সুড়ঙ্গ'।
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রিমিয়ার শো শেষে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।
দেশের বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে চলার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ৩১টি হলে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা 'সুড়ঙ্গ'। আগামী ২৮শে জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার আরও মোট ১০৮টি হলে মুক্তি পাবে সিনেমাটি।২১ তারিখ জামাইকা মাল্টিপ্লক্সে মুক্তি পায় 'সুড়ঙ্গ'।সেখানে ২৫ তারিখের শো পর্যন্ত হাউজফুল যায়। রাফি তার আরেক পোস্টে এই তথ্যও তুলে ধরেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
সিনেমাকে জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন নিরব হোসেন। ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ অথবা ভালো, সবসময়ই ক্যামেরার সামনে ব্যস্ত এই চিত্রনায়ক। প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে বড়পর্দায় নিজেকে নিয়মিত রেখেছেন এই তারকা।
চলতি বছর এরইমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে নিরবের। এরমধ্যে ঈদুল আজহায় মুক্তি 'ক্যাসিনো' দিয়ে নতুন এক নিরবকে দেখলো দর্শক। এরসঙ্গে প্রশাংসও কুড়ালেন। এই খবরের রেশ না কাটতেই নতুন এক সিনেমার শুটিং শুরু করলেন এই চিত্রনায়ক।
শফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’ শিরোনামে সিনেমাটির শুটিংয়ে চলতি সময় রাজবাড়িতে ব্যস্ত রয়েছেন নিরব। এরমধ্য দিয়ে আবারো স্পশির্য়ার সঙ্গে জুটি বাঁধলেন তিনি।
নতুন সিনেমাটি প্রসঙ্গে নিরব ইউএনবিকে বলেন, 'গ্রামের প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। যেখানে এক মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে তুলে আনা হয়েছে। দুটি সময়ের চরিত্রে আমাকে দেখা যাবে।'
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
চলতি সময়ে সিনেমার যে জোয়ার চলছে তা অনেকদিন দেখেনি এ দেশের দর্শক। ঈদে সিনেমা মুক্তির সংখ্যা যেমন বাড়ছে পাশাপাশি তেমন আলোচনার কেন্দ্রেও এখন এটি।
বর্তমান এই সময় নিয়ে নিরব বলেন, 'এটি বলার অপেক্ষা রাখে না যে, আমাদের সিনেমায় যে এখন ফাঁকা আওয়াজ কমেছে। এখন সিনেমা নিয়ে যে আলোচনা চলছে সেটি শুধু ইন্ডাস্ট্রির ভেতরে নয়। সাধারণ দর্শক এখন বাংলা সিনেমা নিয়ে আগ্রহী। তারা খারাপ-ভালো যা রিভিউ দিক, কিন্তু সিনেমা দেখছেন। এই আলোচনাটা খুব দরকার ছিল।'
নিরব আরও বলেন, 'ইন্ডাস্ট্রির আরও একটি সম্ভাবনাময় দিক প্রযোজকরা মুনাফার দেখা পাচ্ছেন। সেটি প্রকাশও হচ্ছে। এতে সামনে বাজেট আরও বাড়বে। বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে।'
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
ঈদুল আজহার বাংলাদেশি সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
ঈদ মানেই বড় পর্দাজুড়ে চমকপ্রদ আয়োজনের শুভ মহরত। প্রতিবারের মত এবারো নিত্য-নতুন সব ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩ কে ভরিয়ে তুলবে বিনোদনের আলোকসজ্জায়।
সেই প্রত্যাশাতেই সিনেমাপ্রেমীদের উৎসুক দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে উড়াল সড়কের স্তম্ভ থেকে সামাজিক মাধ্যমগুলোর নিউজফিডে। এই উদ্দীপনা শুধু হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য নয়!
বাংলাদেশের ঘরোয়া চলচ্চিত্রের অন্ধ ভক্তগণ এখন ওটিটি (ওভার-দ্যা-টপ) ওয়েব ফিল্মের সঙ্গেও অভ্যস্ত হয়ে উঠেছে। বাংলা চলচ্চিত্রের এই শুভাকাঙ্ক্ষিদের কথা মাথায় রেখেই আসন্ন ঈদে ওটিটি ও হলে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমাগুলো নিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।
চলুন দেখে নেয়া যাক- কোন সিনেমাগুলো ইতোমধ্যেই সমূহ উত্তেজনার খোরাক যোগাচ্ছে।
ঈদুল আজহা ২০২৩ এর সেরা বাংলা ১০ সিনেমা
প্রিয়তমা
গত ১০ মে সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে শাকিবিয়ানদের মধ্যে। পেছনে টান করে বাঁধা লম্বা চুলের শাকিব খানের নতুন অবতারটির খুব একটা সময় লাগেনি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে।
বৃষ্টির মধ্যে জ্বলন্ত সিগারেট ঠোটে চেপে অজানা বিষন্নতার দিকে চাহনীটা চমকে দিয়েছে লাখো ভক্তকে। পরিচালক হিমেল আশরাফ দাবী করেছেন শাকিবের এই স্বতঃস্ফূর্ত ভঙ্গিমাটি প্রথমবারের মত বের হয়ে এসেছে প্রিয়তমায়।
ফারুক হোসেনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ নির্মাণে স্বয়ং পরিচালকও অংশ নিয়েছেন। ছবিটির প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার তারকা ইধিকা পালকে।
সুড়ঙ্গ
সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বড় পর্দায় নিশোর অভিষেকটা রাজকীয় হতে যাচ্ছে এই থ্রিলার ঘরানার ছবিটির মাধ্যমে। সত্য ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্রটির নির্মাতা পরান-খ্যাত রায়হান রাফি।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
২০১৪ সালের কিশোরগঞ্জের একটি ব্যাংকের নিচ থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল। গোটা ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র ২ দিনের মধ্যেই সে ধরা পড়ে পুলিশের হাতে। সমালোচক ও ভক্তদের অনেকেই এই ঘটনার সঙ্গে ‘সুড়ঙ্গ’-এর কাহিনীর সাদৃশ্য করছেন।
নিশোর বিপরীতে মূল ভূমিকায় দেখা যাবে তমা মির্জাকে। এছাড়াও আছেন মোস্তফা মনোয়ার ও শহীদুজ্জামান সেলিম।
এবারের কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং স্থানীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রহেলিকা
প্রথিতযশা নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবার পূর্ণদৈর্ঘ্য ছবি উপহার দিতে চলেছেন। ইতোমধ্যেই ‘মেঘের নৌকা’ শিরোনামে ‘প্রহেলিকা’-এর একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পান্থ শাহরিয়ারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যের মোড়কে দর্শকরা রোমান্সের পাশাপাশি এখানে খুঁজে পাবেন রহস্য। দীর্ঘ বিরতির পর এর মধ্য দিয়ে আবার সিনেমায় ফিরছেন প্রখ্যাত অভিনেতা মাহফুজ আহমেদ।
তার বিপরীতে দেখা যাবে এ সময়ের বড় পর্দার আলোচিত তারকা শবনম বুবলীকে।
জামাল হোসেন প্রযোজিত চলচ্চিত্রটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ও এ কে আজাদ সেতু।
আরও পড়ুন: ঈদ আনন্দ বাড়িয়ে দেবে ক্যাসিনো: নিরব
নিকষ
নাটক ও সিনেমা উভয় জগতে সমানভাবে নিজের স্বাক্ষর রাখা তাসনিয়া ফারিণ আবারো আসতে চলেছেন দারুণ চমক নিয়ে। হঠাৎ একদিন ফেসবুক লাইভে এসে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে দেওয়ার জন্য দর্শকদের কাছে আকুতি-মিনতি করেন ফারিণ।
এটা যে ‘নিকষ’-এর প্রোমো ছিলো তা বুঝতে বেশ বেগ পেতে হয়েছিলো নেটিজেনদের।
স্কুলে পড়া ছোট বোন লিজা হঠাৎ একদিন লাপাত্তা হয়ে যায়। তাই বোনের খোঁজে হন্যে হয়ে দিগ্বিদিক ছোটাছোটি শুরু করে দেয় টাইপিস্টের চাকরি করা বড় বোন সুলতানা।
এই গল্প নিয়েই এগোতে থাকে সিনেমা।
কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম নির্মাণের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করলেন রুবেল হাসান।
ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহিমা সুলতানা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, ইসরাত জাহান হৃদিকা, সাবিহা জামানসহ আরও অনেকে।
এম আর নাইন
ধুর্ধর্ষ গুপ্তচর মাসুদ রানার ওপর সিনেমা বানানো নিয়ে অনেক আগে থেকেই তোড়জোড় ছিলো জাজ মাল্টিমিডিয়ার। অবশেষে কাজী আনোয়ার হোসেনের ১৯৬৬ সালের উপন্যাস ধংস পাহাড়ের স্বত্ত্ব নেওয়ার মাধ্যমে তা এবার সম্ভব হতে যাচ্ছে। শিরোনাম ‘এম আর নাইন: ডু অর ডাই’।
জাজ মাল্টিমিডিয়া এবং অ্যাভেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির পরিচালনা করেছেন আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।
ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশিয় প্রেক্ষাগৃহসহ টলিউডেও মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের পর, প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট বিশ্বব্যাপী ছবিটির পরিবেশনের কাজ করছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জেসিয়া ইসলাম, ইরফান সাজ্জাদ, সৈয়দা তিথি ওমনি, আনিসুর রহমান মিলন, শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেককে।
আরও পড়ুন: দুই চ্যানেলে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
ঈদ উল আযহায় মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে হালের ক্রেজ দাপুটে অভিনেতা আফরান নিশোর। তার সঙ্গে সিনেমায় থাকছেন অভিনেত্রী তমা মির্জা।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে হয়ে গেলো ‘সুড়ঙ্গ’র সংবাদ সম্মেলন।
যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক রায়হান রাফী, অভিনেতা আফরান নিশো, তমা মির্জা, আলফা আই স্টুডিওজ লি: -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ শ্রীবাস্তব, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জী। এরপর একে একে সাংবাদিকদের নানান প্রশ্নে উত্তর দেন তারা।
আরও পড়ুন: ঈদ আনন্দ বাড়িয়ে দেবে ক্যাসিনো: নিরব
আলফা আই স্টুডিওজ লি. -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা আই লাস্ট ১৫ বছর ধরে চেষ্টা করেছে দর্শকে সব সময় ভালো ও নতুন কিছু উপহার দেওয়ার জন্য। চরকিও দর্শকদের অন্যরকমের কনটেন্ট উপহার দিয়ে যাচ্ছে। সুড়ঙ্গ সিনেমার মধ্য দিয়ে অনেকগুলো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো এত সহজ না, সেটা রাফী পেরেছে বা পারে। তমা মির্জা আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী। সে বার বার নিজেকে প্রমাণ দিয়েছেন। নিশোর সঙ্গে আমার বহুদিনের পরিচয়, দীর্ঘ যাত্রা আমাদের। অনেক ইমোশন জড়িয়েছে এই সিনেমাটির সঙ্গে। এখন মাত্র আর কয়েকদিনের অপেক্ষা।’
অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘সিনেমা হলের জন্য চরকি এই প্রথম এত বড় উদ্যেগ নিয়েছে। ওটিটি আর সিনেমা হল একে অপরের যে প্রতিদ্বন্দী না সেটাই আমরা বোঝাতে চেয়েছি। দর্শক যদি সুড়ঙ্গ পছন্দ করে তবে তা বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিরই কল্যাণ হবে।’
বাংলাদেশে প্রথম সপ্তাহে প্রায় ৩০টি হল পেয়েছে ‘সুড়ঙ্গ’। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন