দেয়াল
মানুষ কেমন বাংলাদেশ চায় তা দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে: উপদেষ্টা নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা নতুন সংবিধানের কথা বলছি, সংবিধান দেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায় তা গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে তুলে ধরেছেন তরুণরা।’
শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় জাদুঘরে গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।
আরও পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
উপদেষ্টা বলেন, যে ছাত্র-জনতা এই অভ্যুত্থান করেছে তাদের সংগঠিত হতে হবে। এই আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা তারাই ধারণ করে।
বাংলাদেশ গড়তে অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে রাষ্ট্রের চালিকাশক্তি হতে হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, বিশ্ববাসী অভ্যুত্থানকে বুঝতে চাচ্ছে। পৃথিবীর ইতিহাসে অভিনব অভ্যুত্থান হয়েছে যাকে বিপ্লবের মর্যাদা দেওয়া হচ্ছে। বর্তমান জেন-জি প্রজন্মকে সবাই ভোগবাদী, স্বার্থবাদী হিসেবে ভেবেছে তারাই নিজের জীবন উৎসর্গ করে এই বিপ্লব সংঘটিত করেছে। যা পৃথিবীর ইতিহাসে প্রথম। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ দেখতে চায় আমরা এখন কী কাজ করি। দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা ভাঙতে পারি না আমরা গড়তেও পারি। যা সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ করব।’
তিনি আরও বলেন, যারা অভ্যুত্থানে ছিল, তারা অনেকে এখনও অবহেলিত। আমলাদের অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না।
অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিভক্ত না হয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তথ্য উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হলে এ সরকারের বিরুদ্ধেও জনগণ অবস্থান নেবে। এ কথাটি যেন আমরা ভুলে না যাই।’
অভ্যুত্থানে গ্রাফিতির প্রয়োজন নিয়ে নাহিদ ইসলাম বলেন, কারফিউ ও অন্যান্য কারণে যখন মানুষ রাস্তা নামতে পারছিল না সেই সময়টাতে গ্রাফিতির মাধ্যমেই মানুষ তাদের কথাগুলো ছড়িয়ে দিয়েছে দেয়ালে দেয়ালে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি দেয়াল এই অভ্যুত্থানের সাক্ষী। এই কথাগুলো আমরা সংরক্ষিত রাখব। এর মাধ্যমেই দেশের মর্মকথা বেরিয়ে আসবে।
প্রজন্ম শিল্প সাহিত্য ও সংস্কৃতি একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫ হাজারের বেশি গ্রাফিতির সংগ্রহ নিয়ে এই প্রদর্শনী আয়োজিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধসহ অন্যান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: ডিমকে অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণার আহ্বান প্রাণিসম্পদ উপদেষ্টার
২ মাস আগে
নওগাঁয় মাটির দেয়ালচাপায় ২ নারীর মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে মাটির দেয়ালচাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভাদুড়ী রানী (৬২) ওই গ্রামের জয় বর্মনের স্ত্রী এবং মিথি রানী (৬৫) ওই গ্রামের অভি দাসের স্ত্রী।
হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চেয়ারম্যান জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এসময় হাতুড় ইউনিয়নের আমরাই গ্রামে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে ভাদুড়ী রানী ও মিথি রানী যাচ্ছিলেন। পাশের বাড়িতে যাওয়ার পথে সুশীল সাধুর বাড়ির মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়ে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিথি রানীর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভাদুড়ী রানী মারা যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এরইমধ্যে লাশ দুটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
চাঁদপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
টঙ্গীতে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু, আহত ৪
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে দেয়াল ধসে নিহত ৯
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন, একই গ্রামের বাসিন্দা সুবজ ও নয়ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এসময় একটি বাড়ির সীমানাপ্রাচীর ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাজীপুরে দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪
গাজীপুরে মাটির দেয়াল ধসে নিহত ১
১ বছর আগে
ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
পশ্চিম ভারতের একটি লবণ প্রক্রিয়াকরণ কারখানায় একটি প্রাচীর ধসে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে।
বুধবার দেশটির একজন সরকারি প্রশাসক এ তথ্য জানিয়েছেন।
জেলা কর্মকর্তা জেবি প্যাটেল জানিয়েছেন, গুজরাট রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ২১৫ কিলোমিটার পশ্চিমের মোরবি জেলার কারখানার দেয়ালের ধ্বংসাবশেষের নিচে লবণ কারখানার শ্রমিকদের চাপা পড়ে থাকতে দেখা গেছে।
প্যাটেল জানিয়েছেন, আহত ১৩ জন শ্রমিকের বেশিরভাগই আহত হলেও তাদের প্রাণনাশের আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ প্রায় শেষ। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রাজীব গান্ধী হত্যা: ৩১ বছর পর মুক্ত দোষীসাব্যস্ত পেরারিভালান
প্রাচীর ধসের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, অত্যন্ত বেদনাদায়ক এই মুহুর্তে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি।’
ভারতে ভবন ধসে পড়ার ঘটনা একটি সাধারণ ঘটনা। কারণ অধিকাংশ ভবনই নিম্নমানের উপাদান ব্যবহার করে নির্মাণ করা হয়।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে ২০১৩ সালে একটি ভবন ধসে অন্তত ৭২ জন নিহত হয়।
আরও পড়ুন: ভারতে তীব্র তাপদাহ, দিল্লিতে রেকর্ড ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
নিষেধাজ্ঞা সত্ত্বেও দরিদ্র দেশগুলোতে গম রপ্তানি করবে ভারত
২ বছর আগে