শ্যাম বেনেগাল
শুভ’র প্রশংসায় নাসিরুদ্দিন শাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পাবে ভারতেও। এই উপলক্ষে সিনেমাটি প্রচারণায় অংশ নিতে সম্প্রতি মুম্বাই পৌঁছেছেন সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ।
ভারতে মুক্তি পাওয়া উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন শুভসহ সিনেমার কলাকুশলীরা।
সিনেমাটি দেখার পর আরিফিন শুভর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের নাসিরুদ্দিন শাহ।
এছাড়াও সেখানে উপস্থিত থেকে সিনেমাটির প্রশংসা করেছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে ছিলে অদিতি রাও হায়দারি, রজিত কাপুর, শ্রেয়া ঘোষাল, দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
আরও পড়ুন: ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সংবাদ সম্মেলনে পরিচালক শ্যাম বেনেগাল বলেন যে ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবকন্যা ছবিটি পছন্দ করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’।
সিনেমায় আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
এই সিনেমার গল্প কখনো জানতে চাইনি: আরিফিন শুভ
১ বছর আগে
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
১৫৩ হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক নির্মাণ করেছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। যার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণের ঘোষণা থেকে এদেশের দর্শকের মাঝে বেশ আলোচনা তৈরি হয়েছে। সবাই অপেক্ষায় ছিলেন জাতির পিতাকে কবে সেলুলয়েড পর্দায় দেখবেন। সেই অপেক্ষা শেষ হলো। সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে গণমাধ্যমে অনেক তারকা তাদের অনুভূতি প্রকাশ করেছেন।
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা শিল্পী সমিতির সবাই ভাগ্যবান যে আমরা আসার পর এমন একটি সিনেমা মুক্তি পেল। এখন থেকে মনে হচ্ছে আমরাও পারব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা আরও প্রসারিত হবে সেই বিশ্বাস রাখি।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি দেখেন তার মাকে নিয়ে। সেই প্রসঙ্গে এই তারকা বলেন, ‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি। একটি সিনেমা দেখে বের হয়ে এমনটা অনুভব কখনো হয়নি।’
দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল দেখতে যান ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি দেখে তার ভাষ্য, ‘শেষ দৃশ্যের পর অনেক ইমোশনাল হয়ে গেছি। অনেক কিছু আরও বিস্তারিত জানলাম। আমার মনে হয় সবার সিনেমাটা দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।’
কণ্ঠশিল্পী কনা বলেন, ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশিকিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতো হয়েছে। যেখানে হাসি-ঠাট্টা, বেদনা রয়েছে। আর আবহ সঙ্গীত বেশ দারুণ লেগেছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। এটুকুই বলব।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বিভিন্ন চরিত্রে আরোও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
১ বছর আগে
শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগাল
কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত`মুজিব‘ সিনেমার ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাটির বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
শ্যাম বেনেগাল বলেছেন, কিছু লোক কেনো বিরক্ত হচ্ছেন তা অনুমান করাটা তার পক্ষে খুব কঠিন এবং শুধুমাত্র ট্রেলার দেখে কেউ মন্তব্য করতে পারে না।
দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন,`আপনি ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে একটি সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না। আপনি কেবল ট্রেলার নিয়ে মন্তব্য করতে পারেন।‘
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
বৃহস্পতিবার ফেস্টিভাল দি কানে মুক্তি পেয়েছে ‘মুজিব-দ্য মেকিং অফ আ নেশন’-এর ট্রেলার। ২০২২ সালের শেষ নাগাদ ছবির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা বলেন, কানে উপস্থাপনাটি খুব ভালো হয়েছে।
এর আগে বেঙ্গল আইকন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মিত সিনেমায় নানা বিতর্কের জন্ম দেয়া এ পরিচালক জানিয়েছেন, তিনি এ সিনেমায় কোন বিতর্কের আগমনের পূর্বাভাস দেননি। ফিল্মের ট্রেলারে মুজিবকে একজন`নিবেদিত ফ্যামিলি ম্যান হিসাবে দেখানো হয়েছে।
শ্যাম বেনেগাল আওে বলেন, বিশ্ববাসী জানবে কীভাবে তিনি ফাঁসির মুখে অটল ছিলেন এবং কীভাবে তিনি একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্রে রূপান্তরিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এইরকম মহান মানুষের পুরো জীবনকে তিন ঘণ্টায় ফুটিয়ে তোলা সহজ নয় কিন্তু সিনেমার পুরো টিম দুর্দান্ত কাজ করেছে।
আরও পড়ুন: কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো: আরিফিন শুভ
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটির বাজেট ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
এক রেকর্ড বার্তায় বেনেগাল বলেছেন, `ট্রেলারটি প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি দর্শকরা এটির প্রশংসা করবেন।‘
তিনি আরও বলেন, এই সিনেমায় কাজ করাটা বিস্ময়কর এক যাত্রা ছিল কেননা আমি উভয় দেশের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।
বিখ্যাত এই পরিচালক বলেন, ভারত ও বাংলাদেশের মন্ত্রণালয়কে তাদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
২ বছর আগে
কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা।
ফ্রান্সে বিশ্বখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ'টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, 'মুজিব' চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
আরও পড়ুন: ‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরূহ হলেও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, নির্বাহী প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলনসহ দু'দেশের অভিনয় শিল্পীরা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
২ বছর আগে