মৈত্রী এক্সপ্রেস
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস শুক্রবার (২৮ জুন) সাড়ে ১১ টার দিকে ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
প্রতিবন্ধী যুবক আলামিন হোসেন দর্শনা থানা এলাকার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আলামিন সকালে ছোটদুধপাতিলা অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। সে সময় মৈত্রী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৫ মাস আগে
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা
পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে ঈশ্বরদী গার্ল স্কুলের সামনে এঘটনা ঘটে।
আরও পড়ুন: গাইবান্ধায় পুলিশের উপর হামলা করে ৩ বিএনপি নেতাকে ছিনতাই
স্থানীয়রা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। ঈশ্বরদীর লোকোসেড এলাকা অতিক্রম করার সময় ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় ট্রেনের একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএনপির হামলায় শ্রমিক লীগকর্মী নিহত
গাইবান্ধায় শিশু হত্যার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে
শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু
বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন পরিষেবা শিগগিরই আবার চালু হবে।
শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানিয়েছে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস পরিষেবা ২৯ মে থেকে পুনরায় চালু হবে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী
মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে শুরু করবে।
করোনার কারণে পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল।
১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি পতাকা উড়িয়ে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে নতুন মিতালি এক্সপ্রেস সার্ভিস শুরু করবেন।
এটি পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে শুরু হবে।
আরও পড়ুন: ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু
২ বছর আগে