রেলওয়ে পুলিশ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল নিহত
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
তিনি টঙ্গী থেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠার সময় পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুল বাতেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আব্বামুরিয়া খান বাড়ি এলাকায়।
হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১ বছর আগে
গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩
গাজীপুরের নলছাটা এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকাগামী ট্রেনটি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যবসায়ী মহসিন, চালক মিদুল ও হেলপার জাকির হোসেন।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শ (এসআই ) ইকবাল হোসেন জানান, শনিবার সকালে নারায়ণগঞ্জের ব্যবসায়ী পুবাইল বাজার থেকে তালের শাঁস কিনে পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পিকআপ ভ্যানটি কালীগঞ্জের নলছাটা অরক্ষিত রেল ক্রসিংয়ে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক, হেলপার ও ওই ব্যবসায়ী মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২
২ বছর আগে