কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়ক
কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ, শিক্ষার্থী নিহত
কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল হাসান রিয়ান (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কালটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল হাসান রিয়ান জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিয়ান কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালি গ্রামে নানা স্বাধীন মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিবুল হাসান রিয়ান শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে কালটিয়া বাজার থেকে মোটর সাইকেলে করে নানাবাড়ি কয়ারখালিতে ফিরছিল। কালটিয়া আরএস আইডিয়াল কলেজের সামনে পৌঁছুতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিয়ান মারাত্মক আহত হয়। তার মাথা থেঁতলে যায়। আহত রিয়ানকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্হার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা করছেন এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কিশোরগঞ্জে প্রাইভেটকার চাপায় পথচারী নিহত
২ বছর আগে