`মুজিব‘
শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগাল
কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত`মুজিব‘ সিনেমার ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমাটির বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
শ্যাম বেনেগাল বলেছেন, কিছু লোক কেনো বিরক্ত হচ্ছেন তা অনুমান করাটা তার পক্ষে খুব কঠিন এবং শুধুমাত্র ট্রেলার দেখে কেউ মন্তব্য করতে পারে না।
দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন,`আপনি ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে একটি সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না। আপনি কেবল ট্রেলার নিয়ে মন্তব্য করতে পারেন।‘
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
বৃহস্পতিবার ফেস্টিভাল দি কানে মুক্তি পেয়েছে ‘মুজিব-দ্য মেকিং অফ আ নেশন’-এর ট্রেলার। ২০২২ সালের শেষ নাগাদ ছবির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা বলেন, কানে উপস্থাপনাটি খুব ভালো হয়েছে।
এর আগে বেঙ্গল আইকন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মিত সিনেমায় নানা বিতর্কের জন্ম দেয়া এ পরিচালক জানিয়েছেন, তিনি এ সিনেমায় কোন বিতর্কের আগমনের পূর্বাভাস দেননি। ফিল্মের ট্রেলারে মুজিবকে একজন`নিবেদিত ফ্যামিলি ম্যান হিসাবে দেখানো হয়েছে।
শ্যাম বেনেগাল আওে বলেন, বিশ্ববাসী জানবে কীভাবে তিনি ফাঁসির মুখে অটল ছিলেন এবং কীভাবে তিনি একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্রে রূপান্তরিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এইরকম মহান মানুষের পুরো জীবনকে তিন ঘণ্টায় ফুটিয়ে তোলা সহজ নয় কিন্তু সিনেমার পুরো টিম দুর্দান্ত কাজ করেছে।
আরও পড়ুন: কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো: আরিফিন শুভ
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটির বাজেট ১০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।
এক রেকর্ড বার্তায় বেনেগাল বলেছেন, `ট্রেলারটি প্রকাশিত হয়েছে এবং আমি আশা করি দর্শকরা এটির প্রশংসা করবেন।‘
তিনি আরও বলেন, এই সিনেমায় কাজ করাটা বিস্ময়কর এক যাত্রা ছিল কেননা আমি উভয় দেশের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।
বিখ্যাত এই পরিচালক বলেন, ভারত ও বাংলাদেশের মন্ত্রণালয়কে তাদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
২ বছর আগে