সুলতানপুর
‘সুলতানপুর’ প্রেক্ষাগৃহে আসছে ২ জুন
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালত থ্রিলার ঘরনার সিনেমা ‘সুলতানপুর’। এই উপলক্ষে রবিবার রাজধানীর এক রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত নাসির, অভিনেতা আশীষ খন্দকার, সুমন ফারুক, সানজু জনসহ অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন অরুণা বিশ্বাস ও বিপ্লব সাহা।
অনুষ্ঠানে পরিচালক সৈকত নাসির বলেন, ‘একটি সিনেমা যখন দর্শকদের সাড়া পায় সেটি সবচেয়ে বেশি আনন্দের। এই অনুষ্ঠানে সিনেমার প্রায় সবাই আমরা রয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটি দেখার। আমাদের সিনেমার মূল নায়ক এর গল্প। আমাদের নিজেদের গল্প আমরা বলতে চেয়েছি। সিনেমায় যারা অভিনয় করেছেন এবং অন্যান্য কলাকুশলী সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার পরিশ্রমে কাজটি শেষ করতে পেরেছি।’
আরও পড়ুন: প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
আরও পড়ুন:
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা অরুণা বিশ্বাস বলেন, ‘সেন্সরবোর্ডের সদস্য হিসেবে সিনেমাটি আমি এরইমধ্যে দেখেছি। এর গানগুলো শুনে আমি মুগ্ধ। আর গল্পেও বেশ ভিন্নতা উঠে এসেছে। অনেক জায়গায় শুনি, সিনেমা ভালো কিন্তু দর্শক দেখছে না। আমার প্রশ্ন, সিনেমা ভালো হলে দর্শক কেন দেখবে না?’
অরুনা বিশ্বাস আরও বলেন, ‘আমাদের নিজেদের অনেক গল্প রয়েছে। সেই গল্পগুলো পর্দায় উঠে আসুক সেই প্রত্যাশা করছি।’
সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই এরইমধ্যে ট্রেলারে উঠে এসেছে।
উল্লেখ্য, আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাকিব খানের পর ঘরটি শূন্য!
১ বছর আগে
প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
আগামী ২ জুন (শুক্রবার) মুক্তি পাচ্ছে সৈকত নাসির নির্মিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরইমধ্যে এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে। এবার আরও একটি গান প্রকাশ পেল ‘সুলতানপুর’ এর।
‘বোকা মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।
গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘‘একটি প্রেমের গান ‘বোকা মন’। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরো এগিয়ে যাক।”
১ বছর আগে
ফেনীতে প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন!
ফেনীতে ফুয়েল রিকোভারি পলিথিন রিডিউজ পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে ওঠা প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন করা শুরু হয়েছে।
ফেনী শহরের সুলতানপুর এলাকায় স্থাপিত এ প্ল্যান্টে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল। এ প্ল্যান্টে ৫০০ কেজি পলিথিন থেকে ২০০ লিটার গ্রিন ওয়েল উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।
ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, প্রতি বছর দেশে যে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে সেটি থেকে উৎপাদিত জ্বালানি তেল গৃহস্থালি ছাড়াও কারখানায় ব্যবহার করা যাবে। পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ফুয়েল রিকোভারি প্ল্যান্ট প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে ফেনী পৌরসভা।
এ প্ল্যান্টে গৃহস্থালির ব্যবহৃত প্লাস্টিকের খালি বোতল, ব্রাশ, প্রসাধনীর খালি প্যাকেট, খাদ্যদ্রব্যের মোড়কের প্যাকেট, স্যালাইনের প্যাকেট, পানির খালি বোতল, কোমলপানীয়ের বোতল, বাসাবাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অপচনশীল প্লাস্টিক দ্রব্য মেশিনে দিয়ে তেল উৎপাদন করা হচ্ছে।
ফেনী জৈব সার উৎপাদন কেন্দ্রের পাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ১১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে চার মাস আগে পলিথিন রিডিউজ পাইরোলাইসিস মেশিন স্থাপন করা হয়।
আরও পড়ুন: পলিথিনের বিকল্প পাটের ব্যাগ উদ্ভাবনে সহায়তা করবে সরকার: মন্ত্রী
এ মেশিনে পলিথিন রিডিউজ করা হলে এখান থেকে গ্রিন ওয়েল নামে এক ধরনের তেল উৎপাদন হবে, যা জ্বালানি ও বিভিন্ন সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, আগামী তিন বছরের জন্য এ প্রজেক্ট পরিচালনা করা হবে। এখানে মেশিনে রিয়্যাক্টর, এয়ারব্যাগ, কুলিং সিস্টেম, ড্রাফটিং সিস্টেম, গিয়ার বক্স, গ্যাস ওয়াটার, ওয়েল ট্যাংক, প্রেশার গ্রেস, টেম্পারেচার মিটার, ইমারজেন্সি ভারসহ মোট ১১টি যন্ত্রের মাধ্যমে কোনো ধরনের ধোঁয়া বা বায়ুদূষণ ছাড়া পলিথিনকে রিডিউজ করে বাষ্পের সাহায্যে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তেল উৎপাদন করা হবে। এ মেশিনটি চালাতে ১০ জন অপারেটর প্রয়োজন। তবে পরীক্ষামূলক উৎপাদনে আমরা একজন অপারেটর, একজন ম্যানেজার, দুইজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে প্রক্রিয়া শুরু করেছি।
এখানে চাহিদামতো পলিথিন সংগ্রহ হলে রিসাইক্লিন ও রিডিউজের মাধ্যমে পাইরোলাইসিস করে প্রতিদিন ৫০০ কেজি পলিথিন থেকে ২০০ লিটার গ্রিন ওয়েল উৎপাদন করা সম্ভব হবে।
ফেনী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদ বলেন, ফেনী পৌরসভার সঙ্গে পরিবেশ উন্নয়ন সংস্থা অরবিট হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চুক্তিবদ্ধ। তারা যদি ঠিকমতো হাসপাতাল ও গৃহস্থালি বর্জ্যের পলিথিন ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনালকে সাপ্লাই দিতে পারে তা হলে সরকারের ভিশন বাস্তবায়ন হবে।
ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি বলেন, পলিথিন রিডিউজ করে পাইরোলাইসিস প্রক্রিয়ায় তেল উৎপাদন করলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে তেল উৎপাদনে আয় বাড়বে। এ প্ল্যান্ট যেসব জেলায় স্থাপন করা হয়েছে সেখানে পরিবেশের আমূল পরিবর্তন হবে। এজন্য শুধু শহর নয় গ্রামের হাট-বাজার, বাসাবাড়িতে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিকের খালি বোতলসহ অপচনশীল দ্রব্য নির্দিষ্ট স্থানে জমিয়ে রেখে তা পৌরসভার মাধ্যমে প্ল্যান্টে পাঠানো উত্তম। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, পলিথিন প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে তেল উৎপাদনে কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।
পরিবেশ অধিদপ্তর ও পৌরসভার নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা পেলে ফেনী জেলা বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বন্ধে ১ বছর সময়
পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেলসহ এলপি গ্যাস উদ্ভাবন
১ বছর আগে
দিনাজপুরে চাচার ট্রাক্টরের ফলায় প্রাণ গেলো শিশুর
দিনাজপুরের পার্বতীপুরের সুলতানপুরে জমি চাষের সময় চাচার ট্রাক্টরের ফলায় কাটা পড়ে ১০ বছরের শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাফিন বাবু। সে রফিকুল ইসলামের দুই ছেলের মধ্যে বড়। স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল রাফিন।
পাবর্তীপুরের মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক্টর দিয়ে নিজেদের জমি চাষ করছিল চাচা আজিজুল হক। এ সময় ওই ট্রাক্টরে উঠে পড়ে শিশু রাফিন বাবু। একপর্যায়ে নিচে ছিটকে ট্রাক্টরের ফলার কাটায় পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি। এ ঘটনায় সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। তবে পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা নিয়েছেন অভিভাবকেরা।
আরও পড়ুন: হত্যা মামলা: দিনাজপুরে তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে