তিশা
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয়। যেখানে গুঞ্জন হিসেবে উল্লেখ ছিল তার আত্মহত্যার চেষ্টা।
এ নিয়ে চটেছিলেন তানজিন তিশা। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে সাংবাদিকদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
অবশেষে এসব নিয়ে ক্ষমা চাইলেন এই তারকা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নতুন এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন তিনি।
তিশা লেখেন, 'বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।'
আরও পড়ুন: আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
সাংবাদিকদের উদ্দেশে তিশা লেখেন, 'সাংবাদিক ভাইদের আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল ও থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।'
তিশা আরও লেখেন, 'সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
১১ মাস আগে
গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি: তিশা
‘আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। প্রফেশনাল এই মিউজিক ভিডিওর কাজে আমাদের ইলহামের প্রথম অ্যাপিয়েরেন্স।’(আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।)- কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করে লিখেছেন। যে গানের নাম ‘জোছনার ফুল’।
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই গানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো অফিসিয়াল মিউজিক ভিডিতে দেখা গেছে। চরকির অফিসিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।
আরও পড়ুন: আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?: ইধিকা
গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল গানটি ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই তার মায়ের চিঠি।’
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।
এরই মধ্যে ‘অটোবায়োগ্রাফি’-এর ফার্স্ট লুক, টিজার মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে বুসান ও মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রশংসিত হয়েছে সেখানে। ‘জোছনার ফুল’ গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।
আরও পড়ুন: কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি টফিতে
১১ মাস আগে
এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল: তিশা
‘অটোবায়োগ্রাফি’ নিয়ে বেশ কয়েকদিন দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে সেখানে। এদিকে দেশেও তার অভিনীত ‘মুজিব: একটি দেশের রূপকার’ প্রশংসা কুড়াচ্ছে।
রবিবার (১৫ অক্টোবর) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন তিশা। আর ফিরেই ‘মুজিব: একটি দেশের রূপকার’ নিয়ে সবার ভালোবাসায় মুগ্ধ এই তারকা।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি।
তিশার তার পোস্টে লেখেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!’
সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিশা আরও লেখেন, ‘শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!’
তিশার পোস্টে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার আরিফিন শুভর সঙ্গে একটি ছবি দেখা যায়।
উল্লেখ্য, ‘মুজিব: একটি দেশের রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
১ বছর আগে
তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ মুক্তি পেতে যাচ্ছে ৪ জুন (শনিবার) রাত ৮টায় আরটিভিপ্লাসে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর গল্প ও পরিচালনায় মানি মেশিন এর শুটিং শেষ হয় গত বছরের শেষ দিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।‘মানি মেশিন’-এ অভিনয় করেছেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।
ওয়েবফিল্ম মানি মেশিন এর প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ইউএনবিকে বলেন, ‘ওয়েবফিল্মটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে আশা করি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ম নিয়ে কাজটি করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।’অন্যদিকে,পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘চেষ্টা করেছি ভিন্নভাবে নির্মাণ করার। অনেকদিন ধরেই মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সময় নির্ধারণ হলো। তাহসান-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয়। আশা করি ওয়েবফিল্মেও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’
আরও পড়ুন: সিয়াম আহমেদ এবার বলিউডে
সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
২ বছর আগে