চাকা
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাইমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের আফতাব উদ্দিন খাঁ মাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নিহত সাইমা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্কুলের সহপাঠিরা জানান, অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নবীনগর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, উপজেলার শিবপুর ইউনিয়নে অটোরিকশার মোটরের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!
৯ মাস আগে
নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে ট্রাক, চাকায় পিষ্ট হয়ে নিহত ১
চাঁদপুরের শাহরাস্তিতে বৃষ্টিতে পিচ্ছিল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক হঠাৎ খাবার হোটেলে ঢুকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেমে থাকা অপর ট্রাক চালকের সহকারি নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেহের স্টেশন সংলগ্ন সড়কের পাশে শুভ হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নিহতের নাম মো.খোরশেদ আলম (৫২)। তিনি কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার ডালুয়া ইউনিয়নের শারফাতলী গ্রামের মৃত হাফিজ উল্যাহর ছেলে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মেহের স্টেশন সংলগ্ন শুভ হোটেলের সামনে হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী বালিবাহী চালক সহকারী খোরশেদ আলম যাত্রা বিরতিতে খাবার খাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কুমিল্লা থেকে হাজীগঞ্জগামী ট্রাকটি বৃষ্টি ভেজা রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ঢুকে যায়। এতে হোটেলের সামনে থাকা ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, কিছুক্ষণ আগে লাশ নিহতের স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত দেড় মাস ধরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি অংশে দোয়াভাঙ্গা থেকে ওয়ারুক বাজার পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় পাথর উঠে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন চালক ও যাত্রীরা।
অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের হাজীগঞ্জ অঞ্চলের উপ-সহকারি প্রকৌশলী মো. রমিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে চালকদের অভিযোগ অমূলক বলে জানান তিনি।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
২ বছর আগে