বন্ধন এক্সপ্রেস
বেনাপোলে বন্ধন এক্সপ্রেসে ভারতীয় পণ্য জব্দ, আটক ৫
বেনাপোল রেলস্টেশনে কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় উপজেলা প্রশাসন তিনজনকে ও বেনাপোল পোর্ট থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
রবিবার (৯ এপ্রিল) বেনাপোল রেলস্টেশনে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
এছাড়া এ অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লাখ টাকা এবং বিজিবি ১০ লাখ টাকা ছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস জব্দ করেছে।
জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে টাস্কফোর্স কর্মকর্তারা জানতে পারে ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কোলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানী পণ্য আসছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে বেনাপোল রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, শাড়ি, থ্রিপিস, বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, রেল যাত্রীসেবা বাড়াতে ও চোরাচালানীদের প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলস্টেশনে বহিরাগতদের রুখতে পরবর্তীতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনজনকে আটক করে জেলে পাঠানো হয়েছে। মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান জানান, বেনাপোল রেলস্টেশনে যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম গোডাউনে জমা করা হয়েছে।
বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলা টাস্কফোর্সের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের নেতৃত্বে যশোর-৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া এবং রেল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভারতের পেট্রাপোলে কাজ বন্ধ থাকায় বেনাপোলে দ্বিতীয় দিনের মতো স্থবির আমদানি-রপ্তানি
বেনাপোলে যাত্রীর পেট থেকে ৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
১ বছর আগে
খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্য ট্রেনে করে পাচার করা হচ্ছিল।
আরও পড়ুন: মার্চ মাসে ১১৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কলকাতা থেকে আগত 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনে করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল রেলস্টেশন টার্মিনাল এলাকায় ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় সুরভীজর্দা, ক্লপ জি ফেস ক্রিম, ফেসওয়াশ, নিভিয়া সফট ক্রিম, আমদানি নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি, সিল্ক সুতা জব্দ করা হয়েছে।
উক্ত আটক করা পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
আরও পড়ুন: জুন মাসে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির
চট্টগ্রামে গুদাম থেকে টিসিবির পণ্য জব্দ, ৩ ব্যবসায়ী আটক
২ বছর আগে
২ বছর পর কলকাতা থেকে খুলনায় এলো ‘বন্ধন এক্সপ্রেস’
মহামারি করোনায় দু’বছর ধরে বন্ধ থাকার পর খুলনা-কলকাতার রেল পরিষেবা ফের চালু হয়েছে। রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বেনাপোলে স্টেশনে এসে পৌঁছায়৷
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, দীর্ঘদিন পর ট্রেনটি চালু হলো। তবে ট্রেনটি চালুর ব্যাপারে তেমন প্রচার ছিল না। তাই রবিবার যাত্রী কম। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে। সামনের দিনগুলোতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি।
আরও পড়ুন: ২ বছর পর রবিবার থেকে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু
রেল সূত্র জানায়, রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসার পর দুপুরেই বাংলাদেশের খুলনায় পৌঁছে যাবে ট্রেনটি। দুপুর দেড়টায় ফের খুলনা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেস কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবে।
সূত্র আরও জানায়, শীতাতপ নিয়ন্ত্রিত বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের বেনাপোলে পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়।
বন্ধন এক্সপ্রেস প্রতি রবিবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসবে। আর একই দিন খুলনা থেকে কলকাতার উদ্দেশে দুপুর ৩টা নাগাদ ছেড়ে সন্ধ্যায় কলকাতা স্টেশনে পৌঁছাবে।
আরও পড়ুন: করোনাভাইরাস: এক মাস বন্ধ ভারতগামী ‘বন্ধন এক্সপ্রেস’
শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে চেয়ার কোচ ভাড়া এক হাজার ও কেবিনের সিট ভাড়া দেড় হাজার টাকা। এছাড়া ভ্রমণ কর রয়েছে আরও ৫০০ টাকার।
২ বছর আগে
২ বছর পর রবিবার থেকে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু
দুই বছরের অধিক সময় পর বন্ধ থাকার পর আবারও খুলনা-কলকাতা রুটে আন্তর্জাতিকমানের বন্ধন এক্সপ্রেস চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের সময় বন্ধ হয়ে যাওয়া এই বন্ধন এক্সপ্রেসটি করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় আগামী রবিবার থেকে আবারও চলাচল শুরু করবে।
ইতোমধ্যে খুলনা আধুনিক রেল স্টেশন থেকেও বন্ধনের টিকিট বিক্রি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: করোনাভাইরাস: এক মাস বন্ধ ভারতগামী ‘বন্ধন এক্সপ্রেস’
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়। সংক্রমণ কমায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধই ছিল। এর আগে ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনা রুটে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনের কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। এর সঙ্গে ৫০০ টাকা ভ্রমণ কর যোগ করা হয়।
ট্রেনে করে যাওয়া আসা করা কলকাতার যাত্রী রেখা রানী বলেন, ট্রেনে যাতায়াত করা সুবিধাজনক। খুলনা থেকে একেবারে কলকাতা গিয়ে নামা যায়। অন্যভাবে গেলে বর্ডারে অনেক সময় নষ্ট হয়।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে যশোরে থামবে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’
এ ব্যাপারে খুলনা আধুনিক রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, বন্ধন এক্সপ্রেস ২৯ মে সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করে দুপুর সাড়ে ১২টায় খুলনা পৌঁছাবে আর দুপুর দেড়টায় খুলনা থেকে আবার কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে। কেবিন প্রতি ভাড়া দুই হাজার পঞ্চান্ন টাকা আর চেয়ার প্রতি এক হাজার ৫৩৫ টাকা নেয়া হচ্ছে।
২ বছর আগে