রিউ দি জানেইরু
ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
ব্রাজিলে উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় পাঁচ হাজার মানুষ ঘর-বাড়ি হারিয়েছে বলে কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে।
স্থানীয় সিভিল ডিফেন্সের মতে, বৃষ্টিতে উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রাজধানী রেসিফ শহরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৩৫ জন মারা গেছেন এবং প্রায় এক হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়েছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ২৫
বৃষ্টিতে আলাগোয়াস রাজ্যে দুজন নিহত হয়েছে। এছাড়া চার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপর্যয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু শনিবারই রেসিফে ভূমিধসে ২০ জন নিহত হন। এর নিকটবর্তী শহর ক্যামারাগিবেতে আরেকটি ভূমিধসে ছয় জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৮, নিখোঁজ ১৩
পার্নামবুকো ওয়াটার অ্যান্ড ক্লাইমেট এজেন্সি দেয়া তথ্যানুসারে, রেসিফে শনিবার ১৫০ মিলিমিটার ও ক্যামারাগিবে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
২ বছর আগে