লেগুনা চালক
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক লেগুনা চালক নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) সকালে যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে দিয়ে হেটে যাওয়ার সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত লেগুনা চালক মোহাম্মদ আলী (২৫) ডেমরা কোনাপাড়া ধার্মিক পাড়ার আব্দুর করিম এর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
স্খানীয়রা জানান, বুধবার (১৯ জুলাই) সকালে যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পরে থাকেন মোহাম্মদ আলী। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
আরও পড়ুন: জুন মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৬
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪ : যাত্রী কল্যাণ সমিতি
১ বছর আগে
রাজধানীতে প্রাচীর থেকে পড়ে লেগুনা চালকের মৃত্যু
রাজধানীর কদমতলীতে নিজ বাড়ির সীমানা প্রাচীর থেকে পড়ে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে।
নিহত মো. নয়ন (২০) নগরীর ধুলাইপাড়ের নুরবাগের মৃত আবুল হোসেনের ছেলে।
রবিবার দুপুর ১টার দিকে পাশের বাসা থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়নের দুলাভাই হিরন মিয়া জানান, রবিবার দুপুরে কদমতলীর ধোলাইপাড় নুরবাগ বাগিচা দীপ্তি গলিতে নিজ বাসার পাশে হাজি সাহেবের বাড়ির মেসে গোসল করতে যায় নয়ন।
আরও পড়ুন: বোনের জানাজায় অংশ নিতে গিয়ে ভাইয়ের মৃত্যু
তিনি বলেন, গোসল সেরে সীমানা প্রাচীর বেয়ে বাড়ি ফেরার চেষ্টা করলে হঠাৎ দেয়ালের কিছু ইট ধসে পড়ে সে নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
২ বছর আগে