শিবপুর
নরসিংদীতে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিনগত রাত ২টার দিকে দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলত মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়ার মৃত আরজু খার ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা
স্থানীয়রা জানান, চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুইজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদূরে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলতকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান দৌলত খান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: গোয়ালন্দে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা
২ মাস আগে
নরসিংদীতে মাদরাসা শিক্ষার্থী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্র আবুল বাশার ওরফে বাদশা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক শামিমা পারভিন এই রায় ঘোষনা করেন।
আসামি রায়হান শিবপুরের সৈয়দনগর পাঁচভাগ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
আদালত সূত্রে জানা যায়, বাদশা স্থানীয় একটি মাদরাসায় লেখা পড়া করতেন। ২০০৬ সালের ১৮ জুলাই টাকার প্রয়োজনে বাদশা বাড়িতে আসে। ওই সময় বাশার তাদের পৈত্রিক সম্পত্তিতে লাগানো কলা খেত থেকে কলার ছড়ি কাটতে যায়। এতে বাধা দেয় প্রতিবেশী বাচ্চু মোল্লা, তার ছেলে রায়হান মোল্লা ও তার পরিবারের সদস্যরা।
তাদের কথা উপেক্ষা করে কলার ছড়ি কাটার জেরে প্রতিপক্ষ বাচ্চু মোল্লার নির্দেশে তার ছেলে রায়হান মোল্লা পেছন থেকে বাদশাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের দাদা নুরুল ইসলাম মৃধা বাদী হয়ে রায়হান মোল্লাসহ চারজনকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করলে আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় প্রদান করেন।
নরসিংদী জজকোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী আসাদ্দুজ্জামান ওরফে জামান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক। বাকি আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীর যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
৯ মাস আগে
শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ও সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুর, আহত ১০
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনি ক্যাম্পে এবং সমর্থক কর্মীদের বাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০জন।
শনিবার বিকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদী রেলস্টেশনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত, আটক ৩০
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান, বিকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল, মুক্তার মেম্বার ও নাসির মেম্বার, লতিফ এর বাড়িতে নৌকার সমর্থক কর্মীরা হামলা চালায়। এতে আহত হয় ১০ জন।
তিনি জানান, আহতদের মধ্যে মেরাজ উদ্দিন ভূইয়াকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা আরও জানান, নির্বাচনের আগের দিন এই ধরনের ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে নৌকার সমর্থকরা।
এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি এবং দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
আরও পড়ুন: নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীব ইউএনবিকে বলেন, তিনি এই বিষয়ে জানেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে র্যাব, বিজিপি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচ্ছেন বলে জানান।
আরও পড়ুন: নরসিংদীতে সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে মূল্যবান মালামাল
১১ মাস আগে
নরসিংদীতে উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিবপুর থানাসংলগ্ন নিজ বাড়ির গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে।
অন্যদিকে, এ ঘটনায় উত্তেজিত হয়ে হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ২
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাকে তিন রাউন্ড গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে। গুলির শব্দ শুনে বাড়ির ও আশপাশের লোকজন দ্রুত বের হয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী শিবপুর স্বাস্থ্যকপ্লেক্সে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মসজিদের জন্য টাকা চাওয়ায় চেয়ারম্যান সাহেব নিজেই কেচি গেট খুলে দেন। গেট খোলার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা তারা পিঠে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ার পাহাড়ের পাদদেশ থেকে কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, দুই শিশু গুলিবিদ্ধ
১ বছর আগে
পিকআপভ্যানের চাপায় ডেমরা থানার এসআই নিহত
নরসিংদীর শিবপুরে পিকআপভ্যানের চাপায় এক পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ (৩০) ডেমরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ী নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামে। তার পিতার নাম সিরাজ মিয়া।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মোল্লা।
তিনি বলেন, শনিবার সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল থেকে বিনা ময়নাতদন্তে গ্রহণ করার জন্য আবেদন করেছি।
আবেদন মঞ্জুর করা হলে আমরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে চালক নিহত
মৌলভীবাজারে পিকআপভ্যানে উঠতে গিয়ে শিশু নিহত
২ বছর আগে
নরসিংদীতে আধুনিক পোশাক পড়ায় তরুণীকে হেনস্থা, নারী গ্রেপ্তার
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্থার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব -১১ রবিবার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে এ খবর নিশ্চিত করেন র্যাব -১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান।
গ্রেপ্তার ওই নারী নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকার মার্জিয়া আক্তার। তবে শিলা, শায়লা এরকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন ঘটক।
এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে দুই বন্ধুর সঙ্গে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই তরুণী আধুনিক পোশাক পড়ায় হেনস্থার শিকার হন।
এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ, রবিবার ( ৩০ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি থেকে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা।
র্যাব -১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত ওই নারী পেশায় ঘটক। সে একেক জায়গায় একেক নাম - পরিচয় ব্যবহার করতো। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে পরিচিত সে । তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। বর্তমানে সে আমাদের হাতে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: রমনার বটমূলে বোমা হামলা: নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রৌমারীতে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
২ বছর আগে