চিরঞ্জীব মুজিব
‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার মাধ্যমে জানা যাবে অজানা ইতিহাস
আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে রবিবার একটি সংবাদ সম্মেলন ও সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন সিনেমাটির নির্মাতা নজরুল ইসলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর জুয়েল মাহমুদ, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক লিটন হায়দারসহ সংশ্লিষ্ট অনেকে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছুই আমাদের অজানা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সীরা বঙ্গবন্ধুর সময়ে ছিলেন না। এই সিনেমার মধ্য দিয়ে সেই সুযোগটা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু এ দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসতেন তা এখানে উঠে এসেছে। সিনেমাটি আমি দেখেছি। এখানে বঙ্গবন্ধুকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তার সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এখানে। আমি বিশ্বাস করি সবার কাছে সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটির মধ্য দিয়ে অজানা অনেক ইতিহাস জানা যাবে।'
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনেমার পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সিনেমটিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে উঠার ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তৈরি করতে হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটা ছিল।’
পরিচালক নজরুল ইসলাম আরও বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্য আমরা প্রথমে প্রধানমন্ত্রীকে দেখাই, তার কিছু কারেকশন ছিল। সে অনুযায়ী আমরা কাজ শুরু করি। অবশেষে আমরা মুক্তির দ্বারপ্রান্তে। এই সিনেমায় আমার সঙ্গে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। কারণ একটি সিনেমা মানে টিম ওয়ার্ক। সবার প্রচেষ্টায় সিনেমাটি তৈরি করতে সফল হয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাই সিনামটি দেখার।’
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত দর্শকদের জন্য 'চিরঞ্জিব মুজিব'-এর প্রদর্শনী করা হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির পোস্টার উন্মোচন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার।
আরও পড়ুন: চরকিতে রায়হান রাফির প্রথম অনলাইন সিনেমা ‘খাঁচার ভিতর অচিন পাখি’
সিনেমা নাটকের দৃশ্যে ধূমপানের ব্যবহার ও প্রদর্শন বন্ধে হাইকোর্টের রুল
২ বছর আগে
‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র স্পন্সর করছে সিকদার গ্রুপ
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণে পাঁচ কোটি টাকা স্পন্সর করছে সিকদার গ্রুপ।
৪ বছর আগে