কাঠমান্ডুর
নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত: ১৪ লাশ উদ্ধার
নেপালের পাহাড়ে নিখোঁজ হওয়া ২২ জনকে বহনকারী বিধ্বস্ত বিমানের ১৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা বলেছেন, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধাকারীরা।
আরও পড়ুন: নেপালের পাহাড়ে বিমান বিধ্বস্ত: মিলেছে ২২ যাত্রীর খোঁজ
এরিয়াল ফটোগ্রাফিতে (বায়বীয় ফোটোগ্রাফ) বিধ্বস্ত বিমানের অংশগুলো পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
নেপালের তারা এয়ারলাইন্সের বিমানটি ২০ মিনিটের নির্ধারিত ফ্লাইটে জোমসোমের পাহাড়ি শহরে যাওয়ার কথা ছিল। টার্বোপ্রপ টুইন অটার বিমানটি গভীর গিরিখাত এবং পাহাড়ের চূড়ার একটি এলাকায় পৌঁছার পর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে পোখারা শহর থেকে উড্ডয়নের পরে পাহাড়ী শহর জোমসমের কাছে মুস্তাং জেলার সানোসওয়ার এলাকায় বিধ্বস্ত হয়।
বিমানটিতে চারজন ভারতীয় ও দুজন জার্মান ছিলেন। তিনজন ক্রু সদস্য ও অন্য যাত্রীরা ছিলেন নেপালের নাগরিক।
২ বছর আগে