শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
বগুড়ায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, নারী আটক
বগুড়ায় নিখোঁজের একদিন পর সাড়ে ৪ বছর বয়সি মাহাদী হাসান নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাহমিনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার নিখোঁজ হয় মাহাদী হাসান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এছাড়া তাহমিনা শিবগঞ্জের জানগ্রামের আনিস মন্ডলের স্ত্রী এবং ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মঈন উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া তাহমিনাকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়।
তিনি বলেন, এসময় রতন এলাকাবাসীকে জানালে ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধারের সময় একটি চিঠি পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে।
আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান ওসি মঈন উদ্দীন।
আরও পড়ুন: টেকনাফ সমুদ্রসৈকতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
৩ সপ্তাহ আগে
উজিরপুরে নিখোঁজের ৪ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
বরিশালের উজিরপুরে নিখোঁজের চার দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র দীপ্ত মন্ডলের বস্তাবন্দি লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৭ টায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ।
তিনি বলেন, নিহত শিশু দীপ্ত মন্ডল (৮) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ির দীপক মন্ডলের ছেলে।
গ্রেপ্তাররা হলেন, একই এলাকার রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও নয়ন শীল।
ওসি আলী আর্শাদ আলী বলেন, গত ২৭ মে রাত ১১ টায় বাড়ি থেকে নিখোঁজ হয় দীপ্ত। এ ঘটনায় তার বাবা দীপক মন্ডল ২৮ মে রাতে উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার চার দিন পর প্রতিবেশী রতন বিশ্বাস ও নয়ন শীলের ওপর সন্দেহ করে স্থানীয়রা। পরে আজ গভীর রাত সাড়ে তিনটায় স্থানীয়রা রতন ও নয়নকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা দীপ্তকে হত্যার কথা স্বীকার করে। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ভোর সাড়ে পাঁচটায় পার্শ্ববর্তী একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্তর লাশ উদ্ধার করে। এ ঘটনায় রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা এবং নয়ন শীলকে গ্ৰেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, শিশুটির লাশ বস্তাবন্দি অবস্থায় ডোবায় ফেলে রাখে হত্যাকারীরা। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
রাজশাহীতে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সিলেটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
২ বছর আগে