কে কে
কলকাতায় কনসার্টের পর না ফেরার দেশে বলিউড গায়ক কে কে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় কনসার্টের পর না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। মাত্র ৫৩ বছর বয়সে কে কে নামে পরিচিত এই গায়ক মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার নজরুল মঞ্চ মিলনায়তনে একটি কনসার্টের কয়েক ঘন্টা পরে কে কে শহরটির একটি বেসরকারি হোটেলের সিঁড়ি থেকে নিচে পড়ে যান। তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলিউডের বেশ কিছু সেলিব্রিটি কে কে-এর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন।
মোদি লিখেছেন, ‘কে কে নামে পরিচিত প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে শোকাহত। তার গানে বিস্তৃত আবেগ প্রতিফলিত হয়েছে এবং সব বয়সের মানুষের সঙ্গে তাল মিলিয়েছে। আমরা তার গানের মাধ্যমে তাকে সবসময় মনে রাখব। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার টুইট করেছেন, ‘কে কে-এর মৃত্যুর খবর জেনে অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। কী ক্ষতি! ওম শান্তি।’
তার প্রজন্মের অন্যতম বহুমুখী গায়ক হিসেবে পরিচিত কে কে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, অসমীয়া ইত্যাদি ভারতীয় আঞ্চলিক ভাষায় গান রেকর্ড করেছেন। ১৯৯০ এর দশকের শেষের দিকে 'পাল' এবং 'ইয়ারন'-এর মতো গানের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।
আরও পড়ুন: শিগগিরই বলিউডে অভিষেক হতে পারে শচীন কন্যার
কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
২ বছর আগে