যোগাযোগ কর্মকর্তা
হামলার আগে স্কুলের দরজায় তালা দেয়া হয়নি: টেক্সাস পুলিশ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই প্রাথমিক বিদ্যালয়ে হামলার আগে একজন শিক্ষক বের হয়ে যাওয়ার পর দরজায় কেনো তালা দেয়া হয় নি। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে মঙ্গলবার রাজ্য পুলিশ জানিয়েছে।
রাজ্য পুলিশ প্রাথমিকভাবে বলছে, টেক্সাসের উভালদে শহরের স্কুলটিতে ১৮ বছর বয়সী সালভাদর রামোস প্রবেশের কিছুক্ষণ আগে একজন শিক্ষক দরজা খুলে দিয়েছিলেন।
টেক্সাস জননিরাপত্তা বিভাগের প্রধান যোগাযোগ কর্মকর্তা ট্র্যাভিস কনসিডাইন জানিয়েছেন, একজন শিক্ষিকা ওই কাজটি করেছে। তবে তাকে শনাক্ত করা যায়নি এখনও। তিনি একটি পাথর দিয়ে দরজা খুললেন। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে ক্যাম্পাসে একজন বন্দুকধারী আছেন, পাথরটি সরিয়ে দরজা বন্ধ করে দিলেন। তবে দরজাটি বন্ধ করার সময় তিনি তালা দেন নি।
অতিরিক্ত ভিডিও ফুটেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
গত ২৪ মে, মঙ্গলবার সাউথ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারী সালভাদর রামোসের গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।
আরও পড়ুন: ব্যক্তিগত বার্তায় বন্দুক নিয়েও লিখেছিলেন টেক্সাসের বন্দুকধারী
টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১
২ বছর আগে