গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব
গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে ২ বৃদ্ধের মৃত্যু!
বরিশালের উজিরপুরে বুধবার রাতে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বাক-বিতণ্ড চলাকালীন অসুস্থ হয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন- উজিরপুর উপজেলার শোলক এলাকার মৃত কামিনী দত্তের ছেলে চিত্ত দত্ত (৬২)ও একই এলাকার মৃত করিম সরদারের ছেলে আব্দুল হক সরদার (৬০)।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধের মৃত্যু
স্থানীয়রা জানায়, মৃত আব্দুল হক সরদার কিছুদিন আগে চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে জমি ক্রয় করেন। সম্প্রতি চিত্ত দত্তের অপর ভাই শংকর দত্তের ছেলে দুর্জয় দত্ত সেই জমির ওপর থাকা কিছু গাছ বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় আব্দুল হক সরদার লোকজন নিয়ে সেখানে যান এবং দুর্জয় দত্তের কাছে গাছ বিক্রির কারণ জানতে চান। এসময় তাদের মধ্যে বাগ-বিতাণ্ড হয় এবং আব্দুল হক সরদারের লোকজন দুর্জয়কে চর-থাপ্পরও দেন। এই সময় দুর্জযয়ের চাচা চিত্ত দত্ত ঘটনাস্থলে আসেন ও আব্দুল হক সরদারের সঙ্গে বাগ-বিতান্ডায় জড়িয়ে যান এবং তারা হাতাহাতিও হয়।
এক পর্যায়ে চিত্ত দত্ত মাটিতে লুটিয়ে পরেন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলেচিকিৎসক চিত্ত দত্তকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নেত্রকোনায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
এদিকে চিত্ত দত্তকে নিয়ে আসার কিছুক্ষণ পর আব্দুল হক সরদারও অসুস্থ বোধ করতে থাকেন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে আমরা এসেছি। চিকিৎসকের দেয়া তথ্যানুযায়ী উভয়ের মৃত্যু স্ট্রোকের কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২ বছর আগে