মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র
জেকে ১৯৭১: মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র
বাংলাদেশি চলচ্চিত্রের অবিসংবাদিত ল্যান্ডমার্ক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাগুলো। তথ্যচিত্র থেকে শুরু করে নাটকীয় ঘরানার সিনেমাগুলো নিপুণভাবে পরিবেশন করেছে ৭১-এর মুক্তিযুদ্ধকে। তবে চলচ্চিত্র বিশারদ ও দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেলেও বরাবরের মতই প্রশ্ন থেকে গেছে চলচ্চিত্রগুলোর আন্তর্জাতিক অবস্থানের। আর সেই চাহিদা মেটাতেই যেন আবির্ভাব হলো জেকে ১৯৭১-এর।
গত ২৮ মে শনিবার প্রকাশিত ছবির চমকপ্রদ টিজারটি বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে সমূহ সম্ভাবনার জন্ম দিয়েছে। এই প্রথমবারের মত কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পূর্ণ ইংরেজি ভাষায় নির্মিত হলো। সিনেমাটির ব্যাপারে কিছু তথ্য বিস্তারিত দেয়া হলো।
জেকে ১৯৭১-এর গল্প
১৯৭১ এর মুক্তিযুদ্ধ যখন শেষের দিকে, তখন ৩ ডিসেম্বর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরের দেশ ফ্রান্সের অর্লি বিমানবন্দরে ঘটে এক বিস্ময়কর ঘটনা। ঘটনার কেন্দ্রবিন্দু জ্যন কে নামে ২৮ বছর বয়সী এক ফরাসী যুবক। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ (পিআইএ)-এর বোয়িং-৭২০-এ উঠে তিনি সরাসরি চলে যান ককপিটে। দুপুর ১১টা ৫০ মিনিটে অস্ত্রের মুখে পাইলটকে জিম্মি করে গোটা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন।
আরও পড়ুন: ঈদে ৩৪ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
তার দাবি ছিল ভারতে অবস্থানরত মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এই বিমানের মাধ্যমেই বহন করে নিয়ে যেতে হবে। নতুবা তার ব্যাগে থাকা বোমা দিয়ে যাত্রীসহ পুরো বিমান উড়িয়ে দেয়া হবে। পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের সমর্থনে এই দাবি নিয়ে জ্যন কে বিমানটিকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন রানওয়েতে। এই যুগান্তকারি ঘটনাটি তৎকালীন গণযোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় হতবাক হয়ে গিয়েছিল সারা বিশ্ব।
এই টান টান উত্তেজনাকর সত্য ঘটনাটিই এবার আসতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য পর্দায়।
আন্তর্জাতিক অভিনয় শিল্পীদের নিয়ে জেকে ১৯৭১
ছবিতে অংশ নেয়া মোট ৩৬ জন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে বাংলাদেশি ও ভারতীয় ছাড়াও রয়েছেন রাশিয়ান ও আমেরিকান অভিনয় শিল্পীরা। নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার শুভ্র সৌরভ দাশ। পূর্বে তিনি কাজ করেছেন ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশ, চিরিয়াখানা ও জুলফিকার’র মতো চলচ্চিত্রে। এছাড়া পশ্চিমবঙ্গের ছোট পর্দায়ও তিনি বেশ পরিচিত মুখ।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
পাইলটের ভূমিকায় দেখা যাবে সত্যজিৎ রায়ের ফেলুদা-খ্যাত সব্যসাচী চক্রবর্তীকে। এছাড়াও আছেন এ সময়ের ব্যস্ত বলিউড অভিনেতা ইন্দ্রনীল।
বিদেশি অভিনয় শিল্পীদের মধ্যে আছেন বৃটিশ মুভি কুইন ওয়ারিওর অফ ঝাঁসি-খ্যাত মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড। রেমন্ড দ্য টাশকেন্ট ফাইল্স নামে একটি ভারতীয় সিনেমাতেও কাজ করেছেন।
বিদেশি আর্টিস্ট টিমে আরও আছেন রাশিয়ার নতুন অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও নিকোলাই নভোমিনাস্কি।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
ফখরুল আরেফিন খান-এর জেকে ১৯৭১
২০১৭ সালে সরকারি অনুদানে নির্মিত নিজের প্রথম ছবি ভুবন মাঝি দিয়েই বেশ আলোচনায় চলে আসেন ফখরুল আরেফিন খান। ২০২০ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র গণ্ডি শ্রেষ্ঠ সংলাপ রচনায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে। তাছাড়া প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন আরও আগে। তার আল-বদর মুভিটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়।
একটি পোস্টার ও অফিসিয়াল ট্রেইলারের পর চলতি বছরেই ডিসেম্বর মাসে ছবিটির শুভমুক্তির আশাবাদ ব্যক্ত করেন পরিচালক।
জেকে ১৯৭১-এর নির্মাণের নেপথ্যে যারা আছেন
পর্দা অন্তরালে দক্ষ এক টিমের নেতৃত্ব দিয়েছে ফখরুল আরেফিন খান। বিভিন্ন লোকশনে ছবিটির নজরকাড়া সব দৃশ্য ধারণ করেছেন রানা দাশগুপ্ত। সঙ্গীত আয়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র ও সম্পাদনায় ছিলেন প্রণয় দাশগুপ্ত।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
সত্য ঘটনাটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন মাসুম রেজা। তার সহযোগী হিসেবে কাজ করেছেন চিত্রনাট্যকার লিজা আহমেদ। ভিজুয়াল ইফেক্ট-এর দায়িত্বে ছিল ফোর্থ ডায়মেনশন ভিজুয়াল ইফেক্ট। প্রযোজনা করেছেন ইসরাত সুলতানা এবং স্বয় পরিচালক ফখরুল আরেফিন খান। সর্বপরি সিনেমাটির পরিবেশনায় ছিল গড়াই ফিল্ম্স।
সব শেষে বলা যায় যে জেকে ১৯৭১ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি মুভি নির্মাণের অগ্রদূত হতে যাচ্ছে। স্বতন্ত্র ভাষা ও মুক্তিযুদ্ধ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে নিজের একটি ক্ষেত্র তৈরি করেছে। এবার সেই অবস্থানে থেকে প্রতিযোগিতায় প্রবেশের পালা। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কাহিনীগুলো নিঃসন্দেহে বিশ্বমানের চিত্রনাট্য হওয়ার দাবি রাখে। শুধু প্রয়োজন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণশৈলী এবং সার্বজনীন ভাষার মাধ্যমে তা বিশ্বের সর্বত্রে ছড়িয়ে দেয়া।
আরও পড়ুন: শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগাল
২ বছর আগে