লাশ উদ্বার
চাঁদপুর পৌর লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭
চাঁদপুর পৌর শহরের লেক থেকে আল আমিন (১৭) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ সহপাঠীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিনের বাড়ি সদর উপজেলার রাজরাজেশ্বর। সে এ বছর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে সে। শহরের মমিনপাড়া রোডে বাস করতেন তারা।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে পৌর লেকে নির্মিত ‘স্বাধীনতার স্মারক অঙ্গীকারের’ পাশে কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্বার করে দ্রত জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিনের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
আরও পড়ুন: চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
স্বজন ও বন্ধুদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
খবর পেয়ে হাসপাতালে যান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ও সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার।
স্বজনদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের সহপাঠী দিদার গাজী, মামুন, জাহেদ, দিদারুল ইসলাম, মইন ইসলাম ও শামীমসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন ওসি বাহার মিয়া।
১৪৬ দিন আগে
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্বার
চাঁদপুরের হাজীগঞ্জে সজিব হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার মাড়কি গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: এমসি কলেজের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার
কালোচো উত্তর ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া বলেন, গত কয়েক দিন ধরে অজ্ঞাত এই যুবককে এলাকায় ভবঘুরে পাগলের মতো ঘুরতে দেখে এলাকার ছেলেরা তার ভিডিও করে পরিচয় জানার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) দেয়। কিন্তু বিকালে স্থানীয়রা ফোনে জানান পুকুরে একটি লাশ ভাসছে। পরে পুলিশ লাশ উদ্ধারের মাধ্যমে জানাগেছে এটা সেই ভবঘুরে পাগলের লাশ।
আরও পড়ুন: আইফোন নিয়ে দ্বন্দ্ব: সেপটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, অজ্ঞাত এ যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত সজিব হোসেন ঢাকা ডেমরা নরাইবাগ এলাকার মো. কামাল হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলেই লাশ বুঝিয়ে দেয়া হবে।
১২৮৩ দিন আগে