জনি ডেপ
জনি ডেপের ‘জোয়ান দ্যু ব্যারি’র প্রিমিয়ার দিয়ে পর্দা উঠছে ৭৬তম কান উৎসবের
ফরাসি সম্রাট পঞ্চদশ লুইয়ের চরিত্রে জনি ডেপ অভিনীত চলচ্চিত্র 'জোয়ান দ্যু ব্যারি'র প্রিমিয়ারের মধ্যদিয়ে ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে প্রাণ ফিরে আসবে।
এ বছরে ফ্রান্সের কান শহরের কোট ডি আজুরের একটি বুফেতে আগামী ১২ দিন ধরে চলবে এ উৎসব।
দেশটিতে চলমান শ্রমিক অসন্তোষ উৎসব আয়োজনে কোনো ছাপ ফেলে নি। ফ্রান্সের পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে যে বিক্ষোভ চলছে তা উৎসবের মূলকেন্দ্র থেকে কিছুটা দূরে এবং উৎসব চলাকালীনও বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা।
তবে হলিউডে চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট ফরাসি রিভেরা উৎসবে অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে।
জেমস ম্যানগোল্ডের 'ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব দ্য ডেসটিনি' এবং মার্টিন স্করসেসির 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'-এর মতো বহুল প্রত্যাশিত বড় বাজেটের চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে।
আগামী দেড় সপ্তাহের মধ্যে কানের রেড কার্পেটে নাটালি পোর্টম্যান, লিওনার্দো ডিক্যাপ্রিও, কেট ব্লানচেট, শন পেন, অ্যালিসিয়া ভিকান্দার, দ্য উইকেন্ড এবং স্কারলেট জোহানসনের মতো তারকারা উপস্থিত হবেন।
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
মঙ্গলবারের উৎসবে একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে, যেখানে সম্মানসূচক পালমে ডি'অর পুরস্কার গ্রহণ করবেন মাইকেল ডগলাস। উৎসবের সর্বোচ্চ পুরস্কার 'পালমে ডি'অর' নির্ধারণকারী জুরিদেরও পরিচয় করিয়ে দেওয়া হবে।
এ বছর জুরির নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ চলচ্চিত্র নির্মাতা রুবেন অস্টলুন্ড, যিনি গত বছর সামাজিক ব্যঙ্গাত্মক 'দ্য ট্রায়াঙ্গল অব স্যাডনেস'-এর জন্য সেরা সিনেমার পুরস্কার ঘরে তুলেছিলেন।
জুরি বোর্ডের বাকি সদস্যরা হলেন- ব্রি লারসন, পল দানো, ফরাসি পরিচালক জুলিয়া ডুকোরনাউ, আর্জেন্টিনার চলচ্চিত্র নির্মাতা দামিয়ান সিফ্রন, আফগান পরিচালক আতিক রাহিমি, ফরাসি অভিনেতা ডেনিস মেনোশেট, মরক্কোর চলচ্চিত্র নির্মাতা মরিয়ম তুরজানি এবং জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক রুঙ্গানো নিয়োনি।
রাতের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে।
ফরাসি অভিনেতা ও পরিচালক মাইওয়েন পরিচালিত ও অভিনীত ‘জোয়ান দ্যু ব্যারি’ সিনেমাতে ডেপ পঞ্চদশ লুইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
গত বছর প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই ডেপের প্রথম সিনেমা।
আরও পড়ুন: স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
১ বছর আগে
বিচারকদের প্রতি কোনো অভিযোগ নেই: অ্যাম্বার হার্ড
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আলোচিত মানহানির মামলার ঘটনায় রায়-পরবর্তী সাক্ষাত্কারে অ্যাম্বার বলেছেন, রায় নিয়ে বিচারকদের প্রতি তার কোনো অভিযোগ নেই।
এনবিসি-তে সোমবার প্রচারিত একটি সাক্ষাত্কারে তিনি বলেন,‘আমি তাদের দোষ দিই না। আমি আসলে বুঝতে পেরেছি। তিনি একজন জনপ্রিয় চরিত্র, সবাই ভাবে তারা তাকে চেনে এবং তিনি একজন দুর্দান্ত অভিনেতা।’
মঙ্গল ও বুধবার জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আরও সাক্ষাত্কার প্রচার করার পরিকল্পনা রয়েছে এনবিসির। সাক্ষাত্কারটি রায়ের প্রায় দুই সপ্তাহ পরে প্রচারিত হচ্ছে।
হার্ড বলেছেন, ‘কেউ আমার সম্পর্কে কী ভাবছে বা আমার গোপনীয়তায় এবং বন্ধ দরজার পিছনে যা ঘটেছে সে সম্পর্কে কী রায় দিতে চায় তা আমি পরোয়া করি না।’
আরও পড়ুন: মানহানির মামলায় জনি ডেপের জয়, অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার জরিমানা
হার্ড সাক্ষাত্কারে বলেন, আপনারা বলতে পারেন না যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টির সঠিক উপস্থাপনা হয়েছে।
সম্প্রতি ডেপের মানহানির অভিযোগে করা মামলায় হার্ডকে ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ করা হয়েছে।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে পারিবারিক সহিংসতার শিকার মন্তব্য করেন হার্ড। তার প্রেক্ষিতে হার্ডের বিরুদ্ধে পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন ডেপ।
আরও পড়ুন: মাদক মামলায় খালাস পেলেন শাহরুখপুত্র আরিয়ান
২ বছর আগে
মানহানির মামলায় জনি ডেপের জয়, অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার জরিমানা
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জয় পেলেন মার্কিন অভিনেতা জনি ডেপ। অ্যাম্বার হার্ডকে ১০ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ভার্জিনিয়ার একটি আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে যে সহিংসতার অভিযোগ এনেছিলেন অ্যাম্বার হার্ড, তা ‘মিথ্যা ও অবমাননাকর’। এ কারণে অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জনির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের ‘অসৎ উদ্দেশ্য’ ছিল বলেও জানিয়েছেন আদালত।
তবে ডেপের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের রায় হার্ডের পক্ষে গেছে।
জুরিরা প্রমাণ পেয়েছেন, ডেপের আইনজীবীও হার্ডের বিরুদ্ধে মিথ্যা ও অবমাননাকর বিবৃতি দিয়েছেন। এজন্য হার্ডকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।
রায়ের পর হার্ড তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, অন্য নারীদের ওপর এই রায় কি প্রভাব ফেলবে, তা নিয়ে আমি আরও বেশি হতাশ।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
এদিকে বুধবার আদালতে অনুপস্থিত থাকলেও গণমাধ্যমকে ৫৮ বছর বয়সি জনি ডেপ জানান,‘জুরি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ।’
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-খ্যাত অভিনেতা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন ‘অ্যাকোয়াম্যান’-খ্যাত অ্যাম্বার হার্ড।
স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
সেই সময়ে আদালতের কাছে দুইজন প্রতিজ্ঞা করেছিলেন, ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে জনসম্মুখে আর কোনো ধরনের আলোচনা করবেন না তারা।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেয়া এক সাক্ষাৎকারে জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড।
হার্ডের অভিযোগ অস্বীকার করেন ডেপ। পত্রিকায় নিজের নামে মিথ্য অভিযোগ আনায় ২০১৮ সালের ডিসেম্বরে ডেপ ফেয়ারফ্যাক্স কাউন্টি সার্কিট কোর্টে সাবেক স্ত্রী হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির জন্য মামলা করেছিলেন ডেপ।
পরে হার্ডও উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে।
আরও পড়ুন: কান উৎসব ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ
ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস'
২ বছর আগে