রিক্রুটিং এজেন্সী
চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণমন্ত্রী
জুন মাসের মধ্যেই মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।
বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গরুপের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী এম সারাভানান ও দেশটির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।
মন্ত্রী বলেন, জুন মাসের মধ্যেই মালয়েশিয়া লোক পাঠাতে পারবো। তবে কি পদ্ধতিতে কর্মী যাবে, সকল রিক্রুটিং এজেন্সী লোক পাঠাতে পারবে কি না এ বিষয়ে এমওইউ চুক্তি অনুযায়ী সিলেকশন করবে মালয়েশিয়া।
মন্ত্রী জানান, বাংলাদেশ এখন বৈধ রিক্রুটিং এজেন্সি যা আছে তার সংখ্যা ১৫২০। আমরা কিন্তু এই তালিকা তাদের পাঠিয়েছিলাম। একটা কথা মনে রাখতে হবে যে, সমঝোতা অনুযায়ী রিক্রুটিং এজেন্ট নির্বাচন করার অধিকার কিন্তু মালয়েশিয়ার। যেহেতু তারা লোক নেবে সেহেতু অধিকার তাদের।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আশ্বাস কাতারের শ্রমমন্ত্রীর
তিনি বলেন, রিক্রুটিং এজেন্টরা যারা ব্যবসা করতে চায় তারা নিজেরাই নিজের ব্যবসা খুঁজবে।
মন্ত্রী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী মাইগ্রেশন কস্ট জিরো। কিছু অংশ বাংলাদেশের প্রান্তে খরচ আছে সেটি কর্মীকে বহন করতে হবে। আর বিমান টিকেট থেকে শুরু করে বাদবাকি যাবতীয় খরচ নিয়োগকর্তার। আগের সমঝোতায় বিমান টিকেট একটি ছিল আর এখন আসা যাওয়া দুটির খরচ নিয়োগকর্তার।
জিরো কস্ট বলতে একদম ফ্রি কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, একজন কর্মী এদেশ থেকে গেলে তার মিনিমাম খরচ আছে, যেমন পাসপোর্ট, মেডিকেলসহ কিছু খরচ। যেটি আমরা গতবার ১ লাখ ৬০ হাজার ছিল। এবার আরও কম খরচ হবে। তবে কত টাকা হবে সেটি পরে জানানো হবে।
মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী ৫ বছরে ৫ লাখ লোক নেয়ার কথা। তবে আমার ধারণা এ বছরই ৫ লাখ লোক যেতে পারবে কেননা তাদের সে চাহিদা আছে।
আরও পড়ুন: ২৬ দিনে ১৬.৫৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাল প্রবাসীরা
২ বছর আগে