আর্থিক সহযোগিতা
বিমানের স্টাফ বাসে আগুন: আহত কর্মীদের আর্থিক সহযোগিতা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টাফ বাসে অগ্নিদগ্ধ দুই কর্মীকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সোমবার (২৭ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে তাদের আর্থিক ক্ষতিপুরণ দেওয়া হয়।
আহত দুই কর্মী হলেন- ক্লিনিং স্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
রবিবার (২৬ নভেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিমানের ক্লিনিংস্টাফ মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মানবিক দিক বিবেচনায় বিমান ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত দুইজন বিমান কর্মীকে আর্থিক সহযোগিতা দিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ক্লিনিং স্টাফ জনাব মানিক চন্দ্র দাস ও জনাব রাজেন্দ্র দাস এর পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, বিমানকর্মীগণ সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছে। সকল প্রকার প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিমান সেবা চালু রাখা হয়েছে। নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরনের সহিংসতা কখনো কাম্য নয়। তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ভুক্তভোগী পরিবারের সদস্যগণ তাদের পাশে থাকার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মারা গেছেন পরীমণির নানা
রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
১ বছর আগে
মুদ্রা বিনিময় ও বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ ও তার দেশ নিজেদের আর্থিক সহযোগিতা আরও গভীর করতে একসঙ্গে কাজ করছে।
শুক্রবার ঢাকার একটি হোটেলে ‘চায়না’স নিউ জার্নি’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে।’
রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
রাষ্ট্রদূত লি আরও বলেন, ‘বৈঠকগুলোতে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি যে আমাদের সত্যিই কিছু ব্যবস্থা নেয়া উচিত। এগুলো হচ্ছে- মুদ্রা বিনিময় ব্যবস্থা ও চীনা ইউয়ান বা রেনমিনবি (আরেমবি) এর সঙ্গে বাণিজ্যের ছাড়পত্রসহ আরও বেশ কয়েকটি বিষয়।’
তিনি বলেন, ‘কিন্তু উল্লেখযোগ্য কিছু অর্জন করার আগে আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যা ও অসুবিধাও আছে যেগুলো কাটিয়ে উঠতে হবে।’
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চেষ্টা করছে চীন: রাষ্ট্রদূত লি জিমিং
চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে নেতৃত্বের পরিবর্তন আসছে না
চীন ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না: রাষ্ট্রদূত লি
২ বছর আগে
হাইমচরে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রির মৃত্যু
চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (৫৫) নামে এক রাজমিস্ত্রী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আনোয়ারের বাড়ি একই গ্রামে।
স্থানীয়রা জানান, আনোয়ার এসডিএস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) অফিস ভবনের নির্মাণ কাজ করাকালে পানির পাম্পের মটরের বিদ্যুৎ লাইনের সঙ্গে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এসডিএস হাইমচরের কো-অর্ডিনেটর নিগার সুলতানা জানান, আনোয়ার হোসেনকে অফিস ভবন নির্মাণের জন্য কাজের কন্ট্রাক্ট দিয়েছিলাম।আজ যথারীতি কাজ শুরু করে। কাজ করার সময়ে দুপুরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে যাই এবং চিকিৎসক ডা. অনিমেষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, আমরা তার পরিবারের জন্য এসডিএস এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করবো।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
২ বছর আগে