রাণী দ্বিতীয় এলিজাবেথ
রানির মৃত্যু: 'দ্য ক্রাউন' সিরিজের প্রোডাকশন স্থগিত
রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার পরিবার সম্পর্কে নেটফ্লিক্সের প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’, রানির মৃত্যুর কারণে প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার সিরিজের একজন মুখপাত্র বলেছেন যে সম্মানেরসূচক হিসেবে এবং রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও প্রোডাকশন বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে রানির জন্য অশ্রু ও শ্রদ্ধা
শোটি ষষ্ঠ সিজন প্রযোজনা করছে। এর প্রথম দুই মৌসুমে ক্লেয়ার ফয়কে তরুণ রাজকন্যা এলিজাবেথ সিংহাসনে আরোহণ করে এবং ধীরে ধীরে সম্রাট হিসেবে তার ভূমিকায় পরিণত হয়। তিন ও চার মৌসুমে অলিভিয়া কোলম্যানকে আরও পরিণত রানি হিসেবে দেখানো হয়েছে। সিরিজটি ধীরে ধীরে বর্তমান ঘটনার কাছাকাছি চলে এসেছে। নেটফ্লিক্সে সম্প্রতি ষষ্ঠ সিজনে প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট চরিত্রে অভিনেতাদের কাস্টিং প্রকাশ করেছে।
আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথ যখন প্রথমবার বাংলাদেশে আসেন
এর পঞ্চম সিজন ইমেল্ডা স্টাউনটন রানির ভূমিকা নভেম্বরে প্রিমিয়ার হবে।
৯২৯ দিন আগে
প্ল্যাটিনাম জয়ন্তীতে রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার পাঠানো পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং যুক্তরাজ্য ও কমনওয়েলথের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাষ্ট্রপতি হামিদ তার বার্তায় বলেন, ‘যুক্তরাজ্যের সিংহাসনে রাণীর আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তী এবং আপনার সেবা ও উৎসর্গের গৌরবময় ৭০ বছরের এই শুভ উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন: দেশবাসীর জন্য দোয়া করুন, হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী
‘আপনার প্ল্যাটিনাম জয়ন্তীতে আমি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর ও প্রসারিত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি নবায়ন করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে যুক্তরাজ্যের সিংহাসনে রাণীর আরোহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তীতে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন: প্রটোকল বজায় রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের জনগণ রাণীর অব্যাহত সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছেন।’
১০২৭ দিন আগে