প্ল্যাটিনাম জয়ন্তী
প্ল্যাটিনাম জয়ন্তীতে রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার পাঠানো পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং যুক্তরাজ্য ও কমনওয়েলথের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
রাষ্ট্রপতি হামিদ তার বার্তায় বলেন, ‘যুক্তরাজ্যের সিংহাসনে রাণীর আরোহণের প্ল্যাটিনাম জয়ন্তী এবং আপনার সেবা ও উৎসর্গের গৌরবময় ৭০ বছরের এই শুভ উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন: দেশবাসীর জন্য দোয়া করুন, হজযাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী
‘আপনার প্ল্যাটিনাম জয়ন্তীতে আমি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও গভীর ও প্রসারিত করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি নবায়ন করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে যুক্তরাজ্যের সিংহাসনে রাণীর আরোহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে প্ল্যাটিনাম জয়ন্তীতে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন: প্রটোকল বজায় রেখে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, ‘এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের জনগণ রাণীর অব্যাহত সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনা জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছেন।’
২ বছর আগে