বাড়িতে আগুন
মাগুরায় বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
মাগুরার মহম্মদপুরে একটি বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়ারি বেগম মধুখালী উপজেলার আড়কান্দি গ্রামের মৃত আসমত সরদারের স্ত্রী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আক্কাস মোল্যার বাড়িতে আগুনে পুড়ে মারা যান তিনি। পিয়ারি আক্কাস মোল্যরার শ্বাশুরি। ১০ বছর যাবৎ মেয়ে-জামাইয়ের বাড়িতে বসবাস করছিলেন তিনি।
আগুনে দুইটি ছাপড়া ঘর ও মামালালও পুড়ে যায়। আগুনে পিয়ারি বেগমের পুরো শরীর পুড়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, পুড়ে গেছে দুটি শ্রেণিকক্ষ
৭ মাস আগে
হাটহাজারীতে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বসত বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ফোরকান (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সৃষ্ট আগুনের একটি বাড়ি পুড়ে গেছে। শনিবার ভোর ৫টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এই আগুনের ঘটনা ঘটে।
নিহত ফোরকান উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস জানায়, দুবাই প্রবাসী ছবুরের বোনের স্বামী ফোরকান প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ভোরে ছবুরের রুমে আগুন লাগলে তা দ্রুত অন্যান্য রুমেও ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় ফোরকানকে আর বের করা যায়নি। এতে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. মঞ্জু, মো. ফরিদ, মো. মাসুম, মো. জমির, মো. সালাউদ্দিন ও মো. রহিম।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে ফোরকান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনা দুদক কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ফাইলপত্র
চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন
হবিগঞ্জে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন
২ বছর আগে