কোরালের প্রজনন গবেষণা
কোরালের প্রজনন গবেষণা সুনীল অর্থনীতিতে অবদান রাখবে: শিক্ষামন্ত্রী
কোরালের প্রজনন গবেষণা সুনীল অর্থনীতিতে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, কক্সবাজার সম্ভাবনাময় জায়গা। সরকার এখানে বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রেখেছে। কক্সবাজারে কৃত্রিম উপায়ে কোরাল মাছ প্রজনন গবেষণা শুরু হয়েছে। এই গবেষণা দেশের সুনীল অর্থনীতিতে (ব্লু ইকোনমি) অবদান রাখবে।
শনিবার কক্সবাজারের কোস্টাল বায়োডাইভারসিটি, মেরিন ফিশারিজ এন্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে মেরিন রিচার্স হ্যাচারির উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
আরও পড়ুন: মার্চের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পুরোদমে পাঠদান: শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি বলেন, মৎস্য উৎপাদনে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে বিভিন্ন প্রজাতির মাছের কৃত্রিম প্রজননে গবেষণা হলেও এই প্রথম কোরাল মাছ নিয়ে গবেষণা হচ্ছে। এখানে শুধু দেশীয় গবেষকরা নয়, বিদেশিরাও গবেষণা করবেন। এই প্রতিষ্ঠান মৎস্য খাত এগিয়ে নিয়ে যাবে। এই প্রতিষ্ঠানকে অত্যাধুনিক ও জাতীয় গবেষণা কেন্দ্র করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মতে দেশের প্রত্যেক জেলায় অন্তত একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করা। কক্সবাজারেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেই।
আরও পড়ুন: আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন: শিক্ষামন্ত্রী
এসময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শিক্ষামন্ত্রণালয়ের সচিব আবু বকর ছিদ্দিক, সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ও সিভাসুর ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে