বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, বৈঠকে রাষ্ট্রপ্রধান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে হামিদ বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে।
আরও পড়ুন: দ. কোরিয়ায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু সম্পর্কে তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে, তবে এই মানুষদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এই সংকট অবসানে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন তিনি।
বিদায়ী রাষ্ট্রদূত বাণিজ্য সম্প্রসারণ ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ
রাষ্ট্রপতি হামিদের কাছে পরিচয়পত্র পেশ করলেন চীনের নতুন রাষ্ট্রদূত
১ বছর আগে
রাষ্ট্রপতির সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেইরা জুনিয়র ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ও ব্রাজিল তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করতে পারে।
তিনি দুই দেশের মধ্যে আরও দ্বিপক্ষীয় সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত বিচারপতিদের সাক্ষাৎ
প্ল্যাটিনাম জয়ন্তীতে রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
২ বছর আগে