রাষ্ট্রদূত ইতো নাওকি
বাংলাদেশে গতবারের চেয়ে ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান
গত জাতীয় নির্বাচনের তুলনায় এবার বাংলাদেশে একটি ভালো নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর কথা ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ লক্ষ করেছি…। তাই ৫০ বছর পর প্রথমবারের মতো একটি নতুন আইন প্রণয়ন হলো। আমি মনে করি এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’
জাপানি রাষ্ট্রদূত বলেন, আগামী বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা থাকলেও গণমাধ্যম প্রায় প্রতিদিনই নির্বাচনী বিষয় নিয়ে কথা বলছে এবং সংবাদ প্রচার করছে।
আরও পড়ুন: জাপানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন আবুল কালাম আজাদ
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
রাষ্ট্রদূত নাওকি বলেন, তার প্রত্যাশা গত জাতীয় নির্বাচনের তুলনায় একটি ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন থেকে আগামী বছরের শেষ পর্যন্ত আরও কিছু ব্যবস্থা নেয়া হবে।
রাষ্ট্রদূত বলেন, তিনি কয়েকজন সরকারি কর্মকর্তাকে বলেছেন বাংলাদেশে এবার তুলনামূলক ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে-এমনটা প্রত্যাশা করে জাপান। ‘আমি সরকারের কাছে এ দাবি উত্থাপন অব্যাহত রাখব।’
তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পরপররই জাপান দূতাবাস কিছু উদ্বেগ জানিয়ে একটি বিবৃতি দেয়। এর মূল বিষয় ছিল- নির্বাচনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি মনে করি তুলনামূলক ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য গণমাধ্যমের জন্য জায়গা থাকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের ভূমিকা ছোট করে দেখা উচিত নয়।’
ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু বিধি-বিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী বছর নির্বাচনের সময় গণমাধ্যমের জন্য জায়গা থাকবে বলে আমি আশাবাদী।’
২ বছর আগে
পদ্মা সেতু বিদেশি বিনিয়োগকারীদের মনে আস্থা বৃদ্ধি করবে
মেগা প্রকল্প পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের মনে আরও আস্থা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বাংলাদেশে মানসম্পন্ন অবকাঠামোর ক্রমবর্ধমান প্রসারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি চমৎকার মুহূর্ত হতে যাচ্ছে।’
মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
আরও পড়ুন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের
রাষ্ট্রদূত নাওকি বলেন, শিগগিরই ঢাকা ও নারিতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এসে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে।
রাষ্ট্রদূত ক্রমবর্ধমান মানসম্পন্ন অবকাঠামো ও স্থিতিশীল পরিবেশসহ পাঁচটি কারণ তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।
তিনি বলেন, এই ডিসেম্বরে মেট্রোরেল বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুন: পদ্মা সেতু: উদ্বোধনের অপেক্ষায় খুলনাবাসী
রাষ্ট্রদূত আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কেও আপডেট করেন যা বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে।
তিনি জাপানসহ ১৩টি দেশের সঙ্গে সম্প্রতি চালু হওয়া ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কেও কথা বলেন।
রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন,‘এটি খুবই কঠিন পরিস্থিতি।’
তিনি বলেন, তার দেশ সহিংসতা বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: পরীক্ষামূলক বাতি জ্বললো পদ্মা সেতুতে
২ বছর আগে