কমতে পারে
কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কমতে পারে ভোজ্যতেলের দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে ভোজ্যতেলের। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ডলারের দাম যদি আর না বাড়ে এবং কমের দিকে যায়, তাহলে বাজারে এর একটা প্রভাব পড়বে। এছাড়া ভোজ্যতেলের দাম নিয়ে শিগগিরই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বৈঠকে বসবে।
আরও পড়ুন: সরকারকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের অনুরোধ ক্যাবের
সামনে ভোজ্যতেলের দাম কমবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম আমরা অনেক বার বাড়িয়েছি। আবার এ পর্যন্ত তিনবার কমিয়েছি। আপনারা লক্ষ্য করবেন ৬ বা ৭ টাকা সয়াবিনে বাড়ানো হয়েছে, আবার ৭ টাকা পাম অয়েলে কমেছে।
তিনি বলেন, ইন্টারেস্টিং একটি বিষয় লক্ষ্যণীয় আমাদের সয়াবিন তেল কিন্তু ৩৫ শতাংশের মতো ইমপোর্ট হয়। ৬৫ শতাংশ ইমপোর্ট হয় পাম অয়েল। অতএব সার্বিক ইমপ্যাক্টটা ভালো হয়েছে। আমরা আবারও বসবো খুব শিগগিরই। সময় হয়ে গেছে, হয়তো প্রথম সপ্তাহেই আমরা বসবো। এ সময় আমরা দেখে ঠিক করবো কি হওয়া উচিত। একটা ক্যালকুলেশন সিস্টেম আছে।
ভোক্তা অধিদপ্তরের অভিযান বাড়বে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযানে খালি জরিমানা করেছে। আমি বলেছি টাকা-টুকা জরিমানা বাদ, মামলা করেন অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে। কোর্ট সিদ্ধান্ত নেবে তারা সঠিক না ভুল। দুই লাখ লাভ করলো, ৫০ হাজার জরিমানা করলে, সে তো মনের আনন্দে আছে দেড় লাখ টাকা লাভ হয়েছে।
আরও পড়ুন: ৮ ভোজ্যতেল শোধনাগারের বিরুদ্ধে বিসিসির মামলা
ভোজ্যতেলের দাম সমন্বয়ে শিগগিরই ট্যারিফ কমিশন বসবে: মন্ত্রী
২ বছর আগে
বাজেট ২০২২-২৩: যেসব পণ্যের দাম বাড়তে পারে ও কমতে পারে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন, যা কিছু পণ্য ও সেবার দামের ওঠানামা করবে।
যেসব পণ্যের দাম বাড়তে পারে
যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে-মোবাইল ফোন সেট, কোভিড-১৯ টেস্ট কিট, হ্যান্ড স্যানিটাইজার এবং পিপিই, শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেল পরিষেবা, মেডিটেশন পরিষেবা, তামাকজাত পণ্য, কম্পিউটার প্রিন্টার, টোনার, পনির এবং দই, কার্বন ডাই-অক্সাইড, আমদানি করা পেপার কাপ এবং প্লেট, আমদানি করা শিকারী পাখি, উটপাখি, আমদানি করা মোবাইল এবং অন্যান্য ব্যাটারি চার্জার, ক্যাশ রেজিস্টার, আমদানি করা ল্যাপটপ এবং পানি বিশুদ্ধকরণ যন্ত্র।
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে তার মধ্যে রয়েছে- স্থানীয়ভাবে তৈরি ফ্রিজ এবং ফ্রিজার, স্থানীয়ভাবে তৈরি মোটর কার, ২৫০০ সিসি পর্যন্ত যানবাহন, চিনি, হুইল চেয়ার, টাওয়েল, রেস্তোরাঁয় খাবার, পোলট্রি ও গোখাদ্য এবং কাজু বাদাম।
পড়ুন: বাজেট ২০২২-২৩: পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার সুযোগ
বাজেট ২০২২-২৩: স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫.৪ শতাংশ
বাজেট ২০২২-২৩: মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী
২ বছর আগে