চিত্রাঙ্কন
শনিবার ‘দ্য প্যাশন অব ড্রয়িং-২’ আয়োজন করবে গ্যালারি কসমস
রাজধানী ঢাকার বারিধারার গার্ডেন গ্যালারিতে শনিবার একটি বিশেষ আর্ট ইভেন্ট ‘দ্য প্যাশন অব ড্রয়িং-২’ এর আয়োজন করছে গ্যালারি কসমস।
গ্যালারি কসমসের নির্বাহী আর্টিস্টিক ম্যানেজার সৌরভ চৌধুরীর মতে, চিত্রাঙ্কনের সর্বজনীন ও আনন্দময় শৈল্পিক আনন্দ উদযাপনের উদ্দেশে এই অনুষ্ঠান।
সারাবিশ্বে মানুষের পরিচিতিমূলক কার্যক্রমের একটি হিসেবে চিত্রাঙ্কন চিরকাল শিল্পীর সঙ্গে থাকে।
আরও পড়ুন: 'ইনসাইড আউট’: শিশুদের জন্য গ্যালারি কসমসের দিনব্যাপী পেইন্টিং ও অরিগামি ওয়ার্কশপ
এই মনোমুগ্ধকর বর্ষায় চিত্রাঙ্কনের সার উদযাপন করতে ‘দ্য প্যাশন অব ড্রয়িং-২’ শীর্ষক আর্ট ইভেন্টের দ্বিতীয় সংস্করণের আয়োজন করছে গ্যালারি কসমস।
এবারের আসরে দেশের ছয়জন শীর্ষ ও প্রতিশ্রুতিশীল শিল্পী অংশ নেবেন। তারা হলেন-বীরেন সোম, ফরিদা জামান, আবদুস শাকুর শাহ, কনক চাঁপা চাকমা, অনুকুল মজুমদার ও আবদুল্লাহ আল বশীর।
আরও পড়ুন: কালিদাস কর্মকারের স্মরণে গ্যালারি কসমসের দিনব্যাপী আয়োজন
এই বিশিষ্ট শিল্পীরা চিত্রাঙ্কন সেশনে অংশ নেবেন এবং তাদের নিজ নিজ চিত্রকর্ম নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন।
একইসঙ্গে চিত্রকর্মগুলো দর্শকদের জন্য প্রদর্শন করা হবে।
২ বছর আগে