ভারত ও বাংলাদেশ
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার (১৭ মার্চ) বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি।
সোমবার (১৮ মার্চ) সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি বাণিজ্য কার্যক্রম চলবে।
আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকায় রবিবার দু’দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার পুনরায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
৭ মাস আগে
বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে বেনাপোলের গাতীপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার সময় বিএসএফ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ সময় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের কমান্ডার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি সহ পাঁচজন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র চোরাচালান,মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৮২টি স্বর্ণের বার জব্দ
বেনাপোল সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
১ বছর আগে
‘শুধু বাংলাদেশে নয়, ভারতেও সংখ্যালঘুরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের ওপর কথিত হামলার বিষয়ে বলেছেন, তার সরকার ধর্মনিরপেক্ষতার মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা দ্রুত মোকাবিলা করা হবে।
ভারত সফরের আগে এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘যতদিন আমরা ক্ষমতায় থাকব, এটিকে আমরা অগ্রাধিকার দিব এবং আমি সবসময় তাদের (সংখ্যালঘু সম্প্রদায়) বলি যে আপনারা আমাদের নাগরিক… এটি আপনার দেশ।’
শেখ হাসিনা বলেছেন, উগ্রবাদ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, ভারতসহ অনেক দেশেই এটি ঘটে থাকে।
তিনি বলেন, চলমান চরমপন্থা বৃদ্ধির অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম।
শেখ হাসিনা বলেন, ‘কিছু ঘটনা ঘটে, তবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই... এগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। কিন্তু আপনি ভালো করেই জানেন, এটা শুধু বাংলাদেশ নয়, ভারতের সংখ্যালঘুরাও অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি বলেন, ‘আপনি জানেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের এখানে অনেক ধর্ম আছে… এখানে ধর্মীয় সম্প্রীতি রয়েছে। সুতরাং, একটি বা দুটি ঘটন যখন ঘটে, দ্রুত... বিশেষ করে আমার দল... আমার দলের কর্মীরা এবং আমার সরকারও এটি সম্পর্কে খুব সচেতন। আমরা দ্রুত ব্যবস্থা নিই।’
সোশ্যাল মিডিয়ায় ব্লগার এবং অন্য সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কে হাসিনা বলেন, লোকজন একে অপরকে আঘাত করার জন্য জিনিস লিখবে তা কাম্য নয় এবং সরকার এই জাতীয় ঘটনা রোধ করার চেষ্টা করছে।
হাসিনা বলেন, ‘দেখুন, চরমপন্থা সর্বত্র রয়েছে... এমনকি ভারত ও অন্যান্য দেশেও... সোশ্যাল মিডিয়ার কারণে এটা আজকাল... খুব খারাপ হয়ে গেছে।’
আরও পড়ুন:বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সবকিছু করেছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
হাসিনা এএনআইকে বলেন, কিছু ঘটনা ঘটেছে, বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে, যেখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত উদযাপনে অংশ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা একসঙ্গে উদযাপন করি..., দুর্গাপূজার সময় লোকজন একসঙ্গে উদযাপন করে। সুতরাং, ধর্মীয় সম্প্রীতি আছে তবে এখন এখানে এবং সেখানে কিছু ঘটনা ঘটছে... আমাদের সরকার দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের ব্যাপকতা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সমস্যার তীব্রতাও অনেক কমে গেছে।
আরও পড়ুন:‘আলোচনার মাধ্যমে মতপ্রার্থক্য দূর করা যায়, বাংলাদেশ-ভারত সেটাই করছে’: এএনআইকে প্রধানমন্ত্রী
‘সেপা বাংলাদেশ ও ভারতের জন্য লাভজনক’
২ বছর আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে পুনরায় বাস সার্ভিস চালু
মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশ সীমান্তে পুনরায় বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার সকালে আগরতলা-আখাউড়া ও হরিদাসপুর-বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাস সার্ভিস শুরু হয়।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই বছর যাবত স্থগিত ছিল যা আবার চালু হওয়ায় পর্যটন বৃদ্ধি পাবে এবং দুই দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও জোরালো হবে। এছাড়া ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি ও তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।
আরও পড়ুন: ২ বছর পর কলকাতা থেকে খুলনায় এলো ‘বন্ধন এক্সপ্রেস’
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশে সাশ্রয়ী, জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হল বাস সার্ভিস। এটি দুই দেশের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম।
২ বছর আগে