ডেপুটি হাইকমিশন
ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি সামান্য আহত হয়েছে: ডেপুটি হাইকমিশন
ভারতের কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন দেশটিতে শনিবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি যাত্রীর সামান্য আহত হওয়ার খবর পেয়েছে। একজন কূটনীতিক ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত বাংলাদেশিদের সংখ্যা এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, হাইকমিশনের একটি দল দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছে।
ভারতে গত রাতে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় এক ডজনেরও বগির ভেতরে আটকা পড়েছিলেন আরও শতাধিক মানুষ।
কলকাতার প্রায় ২২০ কিলোমিটার (১৩৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আটকা পড়া মানুষদের উদ্ধারের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ একদিকে উদ্ধারকারীরা আটকা পড়া জীবিত যাত্রীদের এবং অন্যদিকে নিহতদের লাশ উদ্ধার করছে।
এর আগে শনিবার ভোরে ওড়িশার মুখ্য সচিব পি.কে জেনা একটি টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৯০০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: এক নজরে ভারতের সাম্প্রতিক কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনের বেশি নিহত, আহত ৯০০
ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে
কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে গুলি, পুলিশসহ নিহত ২
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাথাড়ি গুলিতে শুক্রবার বিকালে একজন নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পরে রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন ওই পুলিশ সদস্য।
ইউএনবি জানতে পেরেছে, বাংলাদেশ মিশনের সব কূটনৈতিক ও অন্যান্য কর্মকর্তারা নিরাপদ আছেন।
স্থানীয় টিভি চ্যানেলগুলো প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হত্যাকারী পুলিশ প্রায় এক ঘন্টা ধরে এলাকায় ঘোরাফেরা করেছিল এবং শহরের পশ পার্ক সার্কাস এলাকায় হাইকমিশনের কাছে কমপক্ষে ১০ রাউন্ড গুলি চালায়।
ঘটনার পরপরই কলকাতা পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দুর্বৃত্ত পুলিশকে ছোটুপ লেপটা হিসেবে চিহ্নিত করেন।
তিনি কলকাতা আর্মড পুলিশের ৫ম ব্যাটালিয়নে ছিলেন।
কলকাতা পুলিশের প্রধান বিনীত গয়াল স্থানীয়দের বরাতে গণমাধ্যমকে বলেছেন, ‘হঠাৎ গুলি চালানোর আগে পুলিশ সদস্য এক ঘণ্টা ধরে এলাকায় ঘোরাঘুরি করেছেন। তার এলোপাথাড়ি গুলিতে একজন নারী নিহত হয়েছেন এবং অন্য দু'জন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্য নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন।
তিনি বলেন, ‘আমরা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি এবং মামলার সমস্ত দিক তদন্ত করব।’
পড়ুন: মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ
২ বছর আগে