ছোট ভাই নিহত
ভুরুঙ্গামারীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতের অভিযোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজিজুল হক (৬০)। অভিযুক্ত ফজল হক (৬৫) তার আপন বড় ভাই। তারা পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। তিনি এ জন্য তার বড় ভাই ফজল হক ও তার দুই ছেলেদের অভিযুক্ত করেন। এ নিয়ে দ্বন্দ্বে সোমবার সকালের দিকে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধানখেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী ,দুই ছেল সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ সকলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ২
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা-পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সকালের দিকে আজিজুল হক ধানকাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার। এসময় ও ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
চুয়াডাঙ্গায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
২ বছর আগে
বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিহত!
সিরাজগঞ্জের সলঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া (৪৫) ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
অভিযুক্ত বড় ভাই আব্দুল মজিদ এ ঘটনার পর পলাতক রয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে মাছধরা নিয়ে বিরোধে ২ ভাই নিহত
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে বাবলু মারাত্মক আহত হয়। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত
ওসি জানান, শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২ বছর আগে