গরুচোর
শেরপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৫
শেরপুরে গরুচোর সন্দেহে স্থানীদের গণপিটুনিতে মুসলিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরে নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- ঝিনাইগাতী গোমড়া এলাকার আমির হোসেন, আজি রহমান, রাজু মিয়া, আয়নাল হক ও মো. সাদ্দাম হোসেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে দক্ষিণ নকলা এলাকায় রবিবার রাতে ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা গরুচোর বলে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় কয়েকশ’ লোক জড়ো হয়ে তাদেরকে গণপিটুনি দেন। এ সময় তারা গুরুতর আহত হন।
আরও পড়ুন: নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ
খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মুসলিম উদ্দিন মারা যান। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
৫৬ দিন আগে
গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত
গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অপর একজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত দেড়টার দিকে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে এক কৃষকের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করলে এলাকাবাসী জড়ো হন।
আরও পড়ুন: হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যজনকে স্থানীয়রা ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামে ধানখেতে লুকান তিনি। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধানখেতে থেকে খুঁজে বের করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনিও মারা যান।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর মিয়া বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, ৪ যুবক নিহত
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণপিটুনি
৩৬৭ দিন আগে
সিলেটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়ন পরিষদের উনাই হাওরে ডাকাত সন্দেহে এ গণপিটুনির ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
নিহত যুবক সালেহ আহমদ (২৫) উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে উনার হাওরের লাবু, আলীরগ্রাম ও দেওয়ারগ্রামের লোকজন সালেহ আহমদকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, সালেহ আহমদ আন্তঃজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলাসহ একটি চুরির মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।
তিনি জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা পুলিশ তৎপর রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে গণপিটুনিতে আহত হাজতির মৃত্যু
গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
৬১২ দিন আগে
দেড় কিলোমিটার তাড়িয়ে ৩ জনকে পিটিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে।
১৯০৪ দিন আগে