আব্দুর রউফ তালুকদার
ডি গ্রেড নিয়ে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থানের অবনতি
নিউইয়র্কভিত্তিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সের রিপোর্ট কার্ড অনুসারে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের কর্মক্ষমতার বৈশ্বিক মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ডি গ্রেড পেয়েছেন। এমনকি তার অবস্থান তার শ্রীলঙ্কার প্রতিপক্ষেরও পিছনে।
রবিবার ম্যাগাজিনের সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড-২০২৩ প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বল পারফরম্যান্সকে দায়ী করা হয়েছে।
এদিকে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শক্তিকান্ত দাস, ভিয়েতনামের নগুয়েন থি হং এবং সুইজারল্যান্ডের থমাস জর্ডান এপ্লাস (এ+) গ্রেড নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। ভারতীয় গভর্নরের গ্রেড ২০২২ সালে এ থেকে ২০২৩ সালে এ+হয়েছে।
শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর নন্দলাল ওয়েরাসিনে এমাইনাস (এ-) পেয়েছেন, আর পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর জামিল আহমেদ সি-গ্রেড পেয়েছেন।
১৯৯৪ সাল থেকে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বিশ্বের বিভিন্ন দেশের গভর্নরদের মূল্যায়ন করে আসছে।
'সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড' নিয়মিতভাবে সাময়িকীর বার্ষিক প্রকাশনা হিসেবে প্রকাশিত হয়। ১০১টি গুরুত্বপূর্ণ দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মূল্যায়নের ভিত্তিতে ২০২৩ সালের জন্য এই সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ডলারের বিনিময় হার না বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সত্ত্বেও আবারও বেড়েছে
গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন জানিয়েছে, কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতির হার কেন্দ্রীয় ব্যাংকের ৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি হলেও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল।
কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে টাকার ৯ দশমিক ৫ শতাংশ অবমূল্যায়ন হয়। দেশের বাজারে ডলার–সংকটে হিমশিম খান আমদানিকারকেরা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যমূল্য অনেকটা বেড়ে মূল্যস্ফীতি লাগামহীন হয়ে পড়ে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয় বাংলাদেশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘কিন্তু বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা ও কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণের কারণে মূল্যস্ফীতির মতো বাহ্যিক ধাক্কার মুখে নাজুক অবস্থানে পড়ে যায় বাংলাদেশ।’
প্রতিবেদনটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিনিয়র অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর ইউএনবিকে বলেন, এটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কর্মক্ষমতার চেয়ে বাংলাদেশের অর্থনীতির অবস্থার প্রতিফলন বেশি।
থিঙ্ক ট্যাঙ্ক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান মনসুর বলেন, ‘এর জন্য তাকে (গভর্নর) ব্যক্তিগতভাবে দায়ী করা উচিত নয়।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করেন।’
প্রাক্তন আইএমএফ অর্থনীতিবিদ মনসুর বলেছেন, ‘দেশের নীতিগুলো সহায়ক না হলে কোনও কেন্দ্রীয় গভর্নর একা ভাল কাজ করতে পারবেন না।’
তিনি বলেন, প্রতিবেদনে দেশের দুর্বল রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং টাকার মানের অবমূল্যায়নের প্রতিফলন ঘটেছে।
আরও পড়ুন: সর্বোচ্চ ১ বছরের জন্য ডলার বুকিং নীতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক
বেশি দামে ডলার বিক্রি: ১০ ব্যাংকের কোষাগার প্রধানদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ কী?
১ বছর আগে
ডলারের বিনিময় হার না বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সত্ত্বেও আবারও বেড়েছে
আসন্ন জাতীয় নির্বাচনের আগে মার্কিন ডলারের বিনিময় হারে বড় ধরনের পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ সিদ্ধান্তের কথা জানান।
ওই বৈঠকে গভর্নর বলেন, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার বা বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে কোনো নীতিগত পরিবর্তন করবে না।
এ সিদ্ধান্তের পরও সব ক্ষেত্রে ডলারের দর ৫০ পয়সা বাড়ানো হয়েছে। রপ্তানি ও প্রবাসীদের আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেড়ে হয়েছে ১১০ টাকা এবং আমদানির ক্ষেত্রে ১১০ টাকা ৫০ পয়সা।
গতকাল রবিবার আবারও ডলারের দর বাড়ানো হয়েছিল, যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: সর্বোচ্চ ১ বছরের জন্য ডলার বুকিং নীতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মন্দার পর ২০২৩ সালের মার্চ থেকে দেশে ডলার সংকট স্পষ্ট হয়ে উঠেছে।
এ সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক শুরুতেই ডলারের দাম নির্ধারণ করে। এতে সংকট আরও বেড়েছে। পরে সেপ্টেম্বরের শুরুতেই ডলারের দাম নির্ধারণ থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।
এ দায়িত্ব দেওয়া হয়েছে- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনকে (বাফেদা)।
এরপর থেকে দুই সংস্থা যৌথভাবে রপ্তানি, রেমিট্যান্স আয় এবং আমদানি দায় পরিশোধের জন্য ডলারের মূল্য নির্ধারণ করে আসছে।
আরও পড়ুন: নতুন টাকা ছাপবেন না: বিবিকে ড. ওয়াহিদউদ্দিনের পরামর্শ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ২২ বিলিয়ন ডলারের নিচে
১ বছর আগে
জি-২০ জোট বৈশ্বিক অর্থনৈতিক সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে: অর্থমন্ত্রী
চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে জি-টোয়েন্টি বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে বাংলাদেশ শিগগিরই জি-২০ জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।
কামাল ভারতের গুজরাটে জি-টোয়েন্টি বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: শিগগিরই বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হবে: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রী বলেন, জি-২০ বিশ্বের ২০টি শিল্পোন্নত দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য একত্র করার জন্য এই জোট গঠন করা হয়েছিল।
কামাল বলেন, ‘আমাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং এই সংকট সমাধানের জন্য আমাদের আন্তরিক হতে হবে।’
তিনি বলেন, জি-টোয়েন্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ।
৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাষ্ট্র ও সরকার প্রধানদের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার কৌশল প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী
আমদানি ব্যয় বৃদ্ধি অর্থনীতিতে নানাভাবে চাপ সৃষ্টি করছে: অর্থমন্ত্রী
১ বছর আগে
ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে আইএমএফ দল
বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচক দল। তাদের সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ভবনে বৈঠকে বসেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ আলোচনার উদ্বোধন করেন।
আরও পড়ুন: আইএমএফ থেকে জানুয়ারির আগে ঋণ পাচ্ছে না বাংলাদেশ
উদ্বোধনী অধিবেশনে ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান ও আহমেদ জামালও বক্তব্য রাখেন।
এসময় ব্যাংকের গভর্নর তালুকদার ব্যাংকিং খাতের সুরক্ষা মূল্যায়ন সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি উপস্থাপনা দেন।
ডেপুটি গভর্নররা অর্থপ্রদানের ভারসাম্য, বিনিময় হার উন্নয়ন, বাণিজ্য ঋণ, ক্রস বর্ডার আন্তঃব্যাংক ঋণ, রিজার্ভ ডেভেলপমেন্ট, এফডিআই প্রজেকশন এবং ২৩ অর্থবছর থেকে ২৫ অর্থবছর এর বাজেট সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন।
আরও পড়ুন: আইএমএফ দল আসছে বুধবার: আলোচনায় থাকবে বাংলাদেশের চাওয়া ঋণের শর্তাবলি
বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত অক্টোবরে: আইএমএফ
২ বছর আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আগামী চার বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যৈষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদারকে নিয়োগ দিয়েছে সরকার।
তিনি গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হবেন। কবিরের মেয়াদ ৩ জুলাই শেষ হবে।
আরও পড়ুন: টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
শনিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জনস্বার্থে এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে।
আগামী ৪ জুলাই বা যোগদানের দিন থেকে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
২ বছর আগে