তানজিন তিশা
তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সাংবাদিকরা
সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলায় অভিনেত্রী তানজিন তিশা তোপের মুখে পড়েছেন। এ নিয়ে তিনি ডিবি কার্যালয়ে পর্যন্ত গিয়েছেন।
তিশার এই অপেশাদারী আচরণের প্রতিবাদে রাজপথে সমবেত হলেন দেশের বিনোদন সাংবাদিকরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।
আরও পড়ুন: আমি গোপনে বিয়ে করার মতো মানুষ নই: লিজা
এসময় প্রতিবাদের পাশাপাশি এই অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেজাব) মুখপাত্র বুলবুল আহমেদ জয় বলেন, ‘একজন সাংবাদিক কোনো তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র।’
তিনি আরও বলেন, ‘চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। উড়িয়ে দেওয়ার কথা বলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন।’
প্রতিবাদ সমাবেশ শেষে বিকাল নাগাদ ডিবি দপ্তরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। একইসঙ্গে এই সমাবেশের পরবর্তী কার্যক্রমও ঘোষণা করা হবে।
সাংবাদিক তানভীর তারেক বলেন, ‘আমি এ অভিনেত্রীর নাম মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’
সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, ‘তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারত। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। চ্যানেল ২৪ তার বিরুদ্ধে মামলা করবে কি না সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদারী। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা না চান তবে আমরা যে যার জায়গা থেকে তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।’
উল্লেখ্য, তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের এই ঘটনার সূত্রপাত অভিনেত্রীর ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর খবরটি গণমাধ্যমে প্রকাশ হয়। এই ঘটনার পানি পরে আরও ঘোলা হয়।
আরও পড়ুন: ফেসবুক পোস্ট সরানোর কারণ জানালেন তিশা
সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
১১ মাস আগে
ফেসবুক পোস্ট সরানোর কারণ জানালেন তিশা
অভিনেত্রী তানজিন তিশা সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান। সেখানে সাইবার বুলিংয়ের জন্য সহযোগিতা চান এই তারকা।
ডিবি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানজিন তিশা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিভিন্ন প্রসঙ্গের মধ্যে সাংবাদিকদের প্রতি ক্ষমা চাওয়ার স্ট্যাটাস সরিয়ে নেওয়া প্রসঙ্গে তিশা বলেন, 'স্ট্যাটাসের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের প্রতি ক্ষমা চেয়েছিলাম। আমার ভুল স্বীকার করেছিলাম। কিন্তু সেখানেও আমাকে বুলিংয়ের শিকার হতে হয়েছে। তাই পোস্ট সরিয়ে নিই।'
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয় তিশাকে নিয়ে। সেই সঙ্গে গুঞ্জন উঠে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের উদ্দেশ্যে নেতিবাচক ফেসবুক পোস্ট করেছিলেন তিশা। যদিও এ নিয়ে পরবর্তীতে ক্ষমা চান এই তারকা।
আরও পড়ুন: সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
১১ মাস আগে
সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আলোচনা যেন কমছে না।
সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এই তারকা।
ডিবি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তানজিন তিশা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
তিশা বলেন, ‘ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হন, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রসঙ্গে তিশা বলেন, ‘ফেসবুকে পোস্ট করা মাত্রই আমি বুলিং হচ্ছি। তাই মনে হয়েছে হারুন স্যারের কাছে এলে, আমি তাদের সহযোগিতা পাব। তাদের সহযোগিতায় আপনাদের বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। সহযোগিতার জন্য আমার ডিবি কার্যালয়ে আসা।’
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয় তিশাকে নিয়ে। সেই সঙ্গে গুঞ্জন উঠে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী।
এরপর হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সাংবাদিকদের উদ্দেশে নেতিবাচক ফেসবুক পোস্ট করেছিলেন তিশা। যদিও এ নিয়ে পরে ক্ষমা চান এই তারকা।
আরও পড়ুন: সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
১১ মাস আগে
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয়। যেখানে গুঞ্জন হিসেবে উল্লেখ ছিল তার আত্মহত্যার চেষ্টা।
এ নিয়ে চটেছিলেন তানজিন তিশা। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে সাংবাদিকদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
অবশেষে এসব নিয়ে ক্ষমা চাইলেন এই তারকা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নতুন এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন তিনি।
তিশা লেখেন, 'বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।'
আরও পড়ুন: আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
সাংবাদিকদের উদ্দেশে তিশা লেখেন, 'সাংবাদিক ভাইদের আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল ও থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।'
তিশা আরও লেখেন, 'সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
১১ মাস আগে
আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার গুঞ্জন চলছিল আজ সকাল থেকে। তবে তার হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত ছিল। বর্তমানে অনেকটা সুস্থ আছেন তিনি। এবার আত্মহত্যার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তারকা নিজেই।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেজে তানজিন তিশা লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল।'
ঘুমের ওষুধ খাওয়ার প্রসঙ্গে তিশা লেখেন, 'তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাবা গত দুই বছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।'
ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন, অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেক মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি তিশা, আত্মহত্যাচেষ্টার গুঞ্জন
‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা
১ বছর আগে
‘রিক্সা গার্ল’ নাটকে তানজিন তিশা
ঈদের নাটক নিয়ে এরইমধ্যে বেশ ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। ঈদুল আযহায় দর্শকদের সামনে এবার রিক্সা চালক চরিত্রে হাজির হবেন তিনি। নাটকের শিরোনাম ' রিক্সা গার্ল'।
আহমেদ তাওকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার।'রিক্সা গাল' নাটকে তিশার চরিত্রের নাম শিখা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল রেজাউল।
নাটকটি প্রসঙ্গে তিশা বলেন,'অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চরিত্র নির্বাচন। আমার এমনটাই মনে হয়। সেই চেষ্টা আমার কাজের মধ্যে সবসময় থাকে। এবারের রিক্সা গার্ল চরিত্রটিতে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা, দর্শক ভালো বলতে পারবে। সেই অপেক্ষায় রইলাম।'
আরও পড়ুন: হাজার পর্বে দীপ্ত টিভির 'মান অভিমান''রিক্সা গার্ল' নাটকের গল্পে দেখা যাবে এক সংগ্রামী নারী শিখাকে। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে, তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে!
তবে শিখার রিক্সা চালানোর পিছনে লুকিয়ে ‘রেজাউল' নামের অন্য এক মানুষের গল্প। শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে! তখন পরী বাসায় একা থাকে। কখনো বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর!
অন্য দিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়।এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প। আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে প্রচার করা হবে নাটকটি।
আরও পড়ুন: এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’
২ বছর আগে
ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা
তারকাদের অনেকেই এখন ইউটিউবে বেশ সরব। ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা তাদের একজন। তার ইউটিউব চ্যানেলের নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’।
তানজিন তিশা তার চ্যানেলের জন্য এবার পেলেন ‘সিলভার প্লে বাটন’। খবরটি অভিনেত্রী নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘করোনার সময় এই ইউটিউব চ্যানেলটি খুলি। আর অল্প সময়ে ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি। যার ফলাফল এই সিলভার বাটন।’
তিশা লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা আমার সঙ্গে সব সময় থাকার জন্য। সবার প্রতি ভালোবাসা।’
তিশা বর্তমানে ব্যস্ত আছেন নিয়মিত নাটকের শুটিং নিয়ে। কোরবানি ঈদ উপলক্ষে এবারও একাধিক নাটকে তাকে দেখা যাবে।
আরও পড়ুন: বৃষ্টির মধ্যেও স্বস্তি দিল ‘কোক স্টুডিও কনসার্ট’
অভিনেত্রী শাওনের বাসায় এসি বিস্ফোরণ থেকে আগুন
২ বছর আগে