ওমর সানি
নতুন লুকে ফিরলেন ওমর সানি
অনেকদিন ধরে পর্দায় উপস্থিতি নেই নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির। তবুও আলোচনার বাইরে থাকেননি তিনি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা বেশ আলোচনা তৈরি করছে। কিন্তু এসব কিছু ছাপিয়ে নতুন খবর হচ্ছে আবারও বড়পর্দায় দেখা যাবে এই তারকাকে।
মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানি। আর এতে নতুন এক লুকে দেখা যাবে তাকে।
ছবিটিতে যুক্ত হয়ে ওমর সানী বলেন, ‘সবাই দোয়া করবেন। কারণ প্রায় দুই থেকে তিন বছর পর নতুন সিনেমায় কাজ করব। তাই আনন্দ হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’
আরও পড়ুন: আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
সিনেমায় ওমর সানির ভিন্ন লুক প্রসঙ্গে গণমাধ্যমে পরিচালক ইকবাল বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি সিনেমায় নতুন কিছু রাখতে। সেটি অবশ্যই দর্শকের আগ্রহ তৈরি করবে এমন কিছুই রাখি। আর অনেকদিন পর ওমর সানি বড়পর্দায় ফিরছেন, তাই তাকে এমনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছি যেটি দর্শক মনে রাখবে।’
ওমর সানি প্রসঙ্গে ইকবাল আরও বলেন, ‘সানি আমার দীর্ঘদিনের বন্ধু। এর চেয়ে তিনি আমার কাছে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। তাই তার এই কামব্যাকে চমক রাখতে চেয়েছি।’
‘ডেডবডি’ সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ।
জানা গেছে, ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
আরও পড়ুন: ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে: ইলিয়াস কাঞ্চন
১ বছর আগে
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মাঝে। শুধু তাই নয়, চলচ্চিত্র তারকা ওমর সানি তার ফেসবুক প্রোফাইলে প্রতিবাদ জানিয়েছেন।
ওমর সানি লিখেছেন, 'আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!'
আরও পড়ুন: ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন তামিম: প্রধান নির্বাচক
এই অভিনেতা আরও লেখেন, 'মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল।'
উল্লেখ্য, তামিম ইকবালকে বাদ দেওয়ার কারণ হিসেবে দাবি করা হচ্ছে- ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম, ফিরল রিয়াদ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
১ বছর আগে
আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার হতাশা প্রকাশ করলেন চিত্রনায়ক ওমর সানি।
এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।'
অনেকদিন অভিনয়ের বাইরে রয়েছেন ওমর সানি। এই সময়ে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
আর সেই কারণে বাজারের নিয়মিত খোঁজ রাখছেন এই তারকা। সেই উপলব্ধি থেকে তার ফেসবুক পোস্ট।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
১ বছর আগে
ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে: ইলিয়াস কাঞ্চন
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ১২ জুন (রবিবার) চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানি। যেখানে উল্লেখ করেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এই বিষয়ে এবার গণমাধ্যমে বক্তব্য দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১৩ জুন) ওমর সানীর অভিযোগের চিঠি হাতে পান ইলিয়াস কাঞ্চন। তিনি ইউএনবিকে বলেন, ‘বিভিন্ন ধরনের অভিযোগ শিল্পী সমিতির কাছে আসে। সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হয়। সমিতি নিয়ে এক সভা হয়। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় বিষয়টির সমাধান হবে বলে জানালে তা নির্দিষ্ট কোন তারিখে হবে সেটি উল্লেখ করেননি ইলিয়াস কাঞ্চন।
ওমর সানি তার তার অভিযোগ লেখেন, ‘দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
ওমর সানির লিখিত অভিযোগের পরেই সামনে আসেন মৌসুমী। একটি অডিও প্রকাশ করে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেন। আর এতে পুরো ঘটনাকে উল্টো দিকে মোড় নেয়। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানির অভিযোগ অস্বীকার করেন তিনি।
এমন ঘটনার পর থেকেই ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, দেড় মাস ধরে আলাদা থাকছেন তারা। তবে এসবকিছু স্বাভাবিক করতে গণমাধ্যমে বক্তব্য রাখেন এই তারকা দম্পতির ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে জানান, এই সমাধান পারিবারিকভাবে তারা করতে চান।
পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
২ বছর আগে
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
ওমর সানি ও মৌসুমীর পর এবার গণমাধ্যমে মুখ খুললেন তাদের ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে কথা বলেন।
ফারদিন গণমাধ্যমে বলেন, ‘আম্মু শুরুতে চাননি এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা হোক। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি পরিস্থিতি ঠিক করার জন্য। আর এটা নিয়ে যেন কাদা ছোঁড়াছুড়ি না হয় সেজন্য কথাগুলো বলা।’
ফারদিন তার বক্তব্যে বাবা-মায়ের সম্পর্কের অবস্থান নিয়ে বলেন, ‘পরিবারে অনেক বিষয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। বিষয়গুলো বুঝি। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা। আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। আমারও এমনটাই চাওয়া।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
জায়েদ খান প্রসঙ্গে ফারদিন বলেন, ‘জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন। এছাড়া আরও অনেককেই করেন। সেই প্রমাণ আমিও দিতে পারি। কিন্তু সেটা করব না। আর তাকে কোনো ধরনের গুরুত্বও দিতে চাচ্ছি না।’
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে ওমর সানি চড় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়া ওমর সানিকে জায়েদ খান পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেয় বলে জানা যায়। যদিও বিষয়টি ডিপজল ও জায়েদ দুজনই গণমাধ্যমে অস্বীকার করেছেন।
পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান ওমর সানি। কিন্তু ঘটনার মোড় পাল্টে দেয় মৌসুমীর এক অডিও বার্তা। যেখানে এই চিত্রনায়িকা জায়েদ খানকে নির্দোষ দাবী করেছেন। আর এর পর থেকে ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জনও ছড়িয়েছে।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
২ বছর আগে
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। গতকাল (১২ জুন) জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে ওমর সানির লিখিত অভিযোগের পর আজ (১৩ জুন) গণমাধ্যমে তা অস্বীকার করেন মৌসুমী। যাকে নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত।মৌসুমী জানান, জায়েদের বিরুদ্ধে আনা ওমর সানির সকল অভিযোগ মিথ্যা। এরপর থেকেই গত দুইদিন ধরে চলমান আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। সন্দেহের তীর এবার ওমর সানির দিকে।গণমাধ্যমে মৌসুমীর দেয়া ব্ক্তব্যের পর ওমর সানি এবার ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, 'আমার ৩২ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে (মৌসুমী) আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুটি ছেলে-মেয়ে আছে। আমি গতকাল জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অভিযোগ করেছি। সেই অভিযোগের বিষয়ে আমি এখনো অটল।'
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমীওমর সানি আরও বলেন, 'মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি চাইনা সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আপনার দয়া করে মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা সবাই জানেন জায়েদ খান কী।'এর আগে গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদের পক্ষে বললেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্বের মূলে থাকা চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গতকাল (১২ জুন) শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন।জায়েদ খানকে চড় দেয়ার কারণ হিসেবে ওমর সানি অভিযোগ করেছেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে গত চার মাস বিরক্ত করছেন জায়েদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী।
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানিমৌসুমী বলেন, ‘জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিকতা আমি দেখিনি।সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমি আসলে জানি না কেন হচ্ছে।’মৌসুমী আরও বলেন, ‘এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। এখানে জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না।’ওমর সানিকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, এই ছোট করার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটি আমার সঙ্গেই সমাধান করার দরকার ছিল।সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না জানাটা খুব বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ শেষে এবার জিডি করবেন বলে জানিয়েছেন ওমর সানি।জানা যায় অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন চিত্রনায়ক ওমর সানি। তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এমনটা ঘটে। তবে গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করেছন ডিপজল ও জায়েদ খান। কিন্তু এ নিয়ে চুপ বসে নেই ওমর সানি।ডিপজল ও জায়েদ ঘটনা অস্বীকার করলেও ওমর সানি নিজেই গণমাধ্যমে জানিয়েছেন ঘটনাটি সত্য। এমনকি তিনি জায়েদের বিরুদ্ধে থানায় জিডি করবেন বলে জানান। তবে এর আগে শিল্পী সমিতিতে আজ হাজির হন ওমর সানি। সেখানে জায়েদ খানের নামে লিখিত অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানেরওমর সানি গণমাধ্যমে বলেন, ‘এই ইন্ডাস্ট্রি আমার দীর্ঘদিনের পরিবার। যেকোনো সংকটে বড়রা সবসময় আমার পাশে ছিলেন। আজও আমি তাদের প্রতি আস্থা রেখেই শিল্পী সমিতির দ্বারস্থ হয়েছি। পরবর্তীতে সবাইকে নিয়ে আমি অন্যান্য পদক্ষেপ নেব।’শিল্পী সমিতিতে অভিযোগের পরে ওমর সানি আরও জানান, ইন্ডাস্ট্রির সিনিয়রদের পরামর্শ নিয়ে তিনি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করবেন। ওমর সানি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি, যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ওমর সানি জায়েদ খান প্রসঙ্গে আরও বলেন, ‘জায়েদ খানের বেয়াদবি অনেকদিন ধরেই বেড়ে যাছিল। এরপর আবার মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করেছে। এসব কারণে তাকে চড় মেরেছি। এরপর আমাকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়। ইন্ডাস্ট্রিতে জায়েদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আমিই প্রতিবাদ শুরু করলাম।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারি
২ বছর আগে
ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। তবে এই ঘটনাকে মিথ্যা দাবি করেছেন অভিনেতা জায়েদ খান।
শুক্রবার রাজধানীর একটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা জানাতে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইউএনবিকে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ। কোনো বিষয়ে সত্যটা না জেনে খবর প্রকাশ খুবই দুঃখজনক। যা কিছু রটিয়েছে তার কোনোকিছুই ঘটেনি।’
আরও পড়ুন: নতুন ছবি ‘এই মুহূর্তে’: এক সিনেমা, তিন পরিচালক
ডিপজল বলেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানে কেউ পিস্তল নিয়ে ঢুকে যাবে! এতই সহজ। সবাইকে চেক করিয়ে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। এ নিয়ে যা প্রকাশ হয়েছে তা পুরোটাই ভিত্তিহীন।’
তবে ডিপজলের ভিত্তিহীন দাবির ঘটনাটি গণমাধ্যমে একটু অন্যভাবে উঠে আসে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে মৌসুমীর সঙ্গে খারাপ ব্যবহার করেন জায়েদ খান। আর এ কারণে জায়েদের ওপর চটে যান ওমর সানি। আর সেখান থেকেই ঘটনাটি আরও বড় আকার ধারণ করে।
বিষয়টি জানতে ওমর সানির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ৫০ প্রেক্ষাগৃহে আসছে বুবলি-আদর জুটির ‘তালাশ’
আর যাকে নিয়ে এতো আলোচনা সেই জায়েদ খান ইউএনবিকে বলেন, ‘এটা পুরো ভিত্তিহীন একটি খবর। আমাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। এমন কোনো কিছু হয়নি যা একটি মিথ্যা সংবাদের জন্ম দিতে পারে।’
২ বছর আগে