শিল্প-সংস্কৃতি চর্চা
সিলেটে দেশের প্রথম আর্টস কলেজের যাত্রা শুরু
দেশের প্রথম এবং একমাত্র আর্টস কলেজ হিসেবে সিলেট আর্টস কলেজের যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকালে সিলেট শহরের কুমারপাড়া এলাকায় এই কলেজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
এ সময় মন্ত্রী বলেন, শিল্প-সংস্কৃতি চর্চায় সিলেটের সুদীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী প্রজন্মকে সংস্কৃতিবাণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সিলেট আর্টস কলেজ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. মোমেন বলেন, দেশের অন্যান্য স্থানে পৃথক আর্ট কলেজ রয়েছে, এমনকি সঙ্গীত, নৃত্যচর্চার পৃথক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সিলেট আর্টস কলেজে একই সঙ্গে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় পড়ানো হবে। সেদিক থেকে এটিই দেশের প্রথম আর্টস কলেজ।
পরে তিনি সেখানে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল এবং শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
আরও পড়ুন: শাবিপ্রবি সংকট: সিলেটে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্টস কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিলেটের সাবেক জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল ও সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হেরল রশিদ।
২ বছর আগে