মাদক মামলার আসামি
শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামির তালগাছ রোপন
ভোলা সদরে তালগাছের বীজ রোপনের শর্তে মুক্তি পাওয়া মাদক মামলার ২০ আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে।
প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ তত্ত্বাবধানে মঙ্গলবার বিকালে উপজেলার পরানগঞ্জ সংলগ্ন ভোলা-বরিশাল ভেদুরিয়া সড়কে প্রত্যেক আসামি ২০টি করে মোট ৪০০টি তালগাছের বীজ রোপন করেন।
আরও পড়ুন: সাংবাদিক আফতাব হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
এর আগে বিকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে ভোলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারিক হাকিম মো. আলী হায়দার শর্তে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে তালগাছের বীজ বিতরণ করেন।
আরও পড়ুন: বজ্রপাতের প্রভাব হ্রাসে ৩৮ লাখ তালগাছের চারা রোপন হয়েছে: এনামুর
প্রবেশন কর্মকর্তা আব্দুল মজিদ শাহ্ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে শর্তে মুক্তি পাওয়া ২০ জন মাদক মামলার আসামি সড়কের পাশে তালগাছের বীজ রোপন করেছে। এতে করে মুক্তি পাওয়া আসামিরা সামাজিক কাজে উদ্ভুদ্ধ হবেন এবং তাদের ভুলগুলো সুধরাবেন।
২ বছর আগে
১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র্যাব
১১ বছর ধরে পালিয়ে থাকা খাগড়াছড়ির সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.আব্দুল কাদের (২৭) দিঘীনালা উপজেলার বোয়ালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
রবিবার র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫৩ জুয়াড়ি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের ২৬ জানুয়ারি খাগড়াছড়ি পার্বত্য জেলার মো.আব্দুল কাদেরকে চার কেজি পাঁচ গ্রাম গাঁজা উদ্ধারসহ আটক করে পুলিশ। পরবর্তীতে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে একবছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মামলায় তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘ ১১ বছর যাবৎ পলাতক থাকেন।
আরও পড়ুন: কলেজ শিক্ষকের কব্জি বিছিন্ন ও হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৭
এদিকে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত চালিয়ে যায়। একপর্যায়ে র্যাব-৭ সদর থানার সবুজবাগ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার করা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ বছর আগে