মৌসুমী
শুধু স্ক্যান্ডাল খুঁজবেন না: মৌসুমী
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর।
এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, প্রাণ রায়, মির্জা আফরিন ও সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘রেললাইনের পাশে, বস্তিতে কিংবা ছিন্নমূল জীবন যাপন করে যারা, তাদেরও জীবন আছে। সেই জীবনের গল্প দেখানো হয়েছে এই ভাঙন সিনেমায়। সেইসব মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর বার্তা রয়েছে এই ছবিতে। ধনী শ্রেণি তো অসহায় মানুষদের শোষণ করে যাচ্ছে। সেই শোষণ থেকে বিরত থাকা, অসহায় মানুষদের সুন্দর করে বাঁচার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরও দেশের মাটিতে সমান অধিকার রয়েছে- এই বক্তব্যগুলোই সিনেমাটিতে চলে এসেছে।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের নিয়ে মৌসুমী আরও বলেন, ‘আমাদের শিল্পীরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি তাদের শুধু স্ক্যান্ডাল খোঁজেন তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। সেটাকে শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়ার কাজটা সাংবাদিকরা ভাইয়েরাই করেছেন।’
মৌসুমী আরও বলেন, ‘এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা-তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের জন্য ভালো হওয়ার কোনও রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।’
সংবাদ সম্মেলনে পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে। প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
২ বছর আগে
মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছে।
প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।গল্পে বিবৃত হয়েছে একটি পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখেরি, পকেটমার, বেশ্যা, দালাল, মাদকসেবীসহ কযেকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।
আরও পড়ুন: ‘দেশান্তর’ নির্মাণ চেষ্টায় ঘাটতি রাখেননি আশুতোষ সুজন
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন ইউএনবিকে বলেন, ‘সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলতঃ কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূণ্যদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
২ বছর আগে
বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের মা হলেন মৌসুমী!
দিনাজপুরে ১০ বছর নিঃসন্তান থাকার পর অবশেষে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মৌসুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। বুধবার সকাল ১১ টার দিকে জেলার এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে তিন ছেলে এবং এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মা ও চার শিশু সুস্থ রয়েছে।
প্রসূতি মৌসুমী জেলার বিরল উপজেলার ভান্ডার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক শরিফুল ইসলামের স্ত্রী।
হাসপাতালের এ্যানেসথিটক্স বিভাগের প্রধান ডা. রিপন কুমার দাস সহ বিভাগের অন্যান্যদের সহায়তায় সিজারিয়ান অপারেশনে অংশ নেন গাইনোকোলোজি বিভাগের প্রধান ডা. ইসরাত শারমিন, বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আরজু শামিমা রহমান এবং পাঁচ সদস্যের চিকিৎসক টিমসহ অন্যান্যরা। মাত্র ২০ মিনিটের চেষ্টায় নিরাপদে একে একে চার ভাইবোনকে সফলভাবে পৃথিবীতে বের করে আনেন তারা। এসময় প্রসূতির জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্ত দান করেন নবজাতকদের ফুপা জাহানুর আলম, ফুপাতো ভাই রুহুল আমিন এবং চাচা মুন্না।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মশিউর রহমান জানান, একসঙ্গে চার জনের সিজারিয়ান জন্ম এই হাসপাতালের প্রথম ঘটনা। ওজনে কম, রক্ত স্বল্পতা, অক্সিজেনের ঘাটতি এবং পরিণত সময়ের কিছুটা আগে আগাম প্রসবের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে চার ভাই বোন। ইউকিউবেটরে নিবিড় পরিচর্যা চিকিৎসাসহ পর্যবেক্ষণে রাখা হয়েছে চার ভাই বোনকে। এদের মধ্যে তিনজন ছেলে অন্যজন মেয়ে।
কোন রকম জটিলতা ছাড়াই সফলভাবে অপারেশন করতে পারায় খুশি চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
এদিকে বিয়ের দশ বছর পর একসঙ্গে চার সন্তান পেয়ে আনন্দে ভাসছেন শরিফুল-মৌসুমি দম্পতির দুই পরিবারের স্বজনদের পাশাপাশি পাড়া পড়শিরা। তবে সন্তান সম্ভাবা স্ত্রীর চিকিৎসার পেছনে ওষুধের যোগান দিতে দিতে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। আর্থিক অনটনের কারণে সন্তানের ভবিষ্যত নিয়ে দুচিন্তায় পড়েছেন তিনি।
ভান্ডার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক শরিফুল ইসলাম এবং মৌসুমী দম্পতির দশ বছর আগে বিয়ে হয়েছিল। দুই বছরের মাথায় তাদের প্রথম মেয়ে সন্তান অপরিণত সময়ে ভূমিষ্ট হওয়ার কারণে মারা গিয়েছিল। আট বছরের চেষ্টা এবং চিকিৎসায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলো এ দম্পতি।
অন্যদিকে, নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় জমান উৎসুক মানুষেরা।
আরও পড়ুন:দিনাজপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
ফুলবাড়ী ট্রাজেডি দিবস: দিনাজপুরে নানা কর্মসূচি পালন
২ বছর আগে
চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
অনেকদিন পর আবারও পুরোনো আমেজে ফিরছে ঢালিউড। একের পর এক সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। আর দর্শকরাও এখন হলমুখী। এরমধ্যে ‘ভাঙন’ শিরোনামে নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা মৌসুমী।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙন’ নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। শিগগিরই সেন্সরবোর্ডে জমা পড়বে। জীবন ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর ‘ভাঙন’ নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে। এতে উঠে আসবে এক পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখেরি, পকেটমার, দালাল, মাদকসেবীসহ কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।
পড়ুন: ফিল্মমেকিংয়ের চেয়ে বড় কোনো অপরাধ তো আর নাই: ফারুকী
২ বছর আগে
জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
ওমর সানি ও মৌসুমীর পর এবার গণমাধ্যমে মুখ খুললেন তাদের ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে কথা বলেন।
ফারদিন গণমাধ্যমে বলেন, ‘আম্মু শুরুতে চাননি এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা হোক। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি পরিস্থিতি ঠিক করার জন্য। আর এটা নিয়ে যেন কাদা ছোঁড়াছুড়ি না হয় সেজন্য কথাগুলো বলা।’
ফারদিন তার বক্তব্যে বাবা-মায়ের সম্পর্কের অবস্থান নিয়ে বলেন, ‘পরিবারে অনেক বিষয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। বিষয়গুলো বুঝি। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা। আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। আমারও এমনটাই চাওয়া।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
জায়েদ খান প্রসঙ্গে ফারদিন বলেন, ‘জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন। এছাড়া আরও অনেককেই করেন। সেই প্রমাণ আমিও দিতে পারি। কিন্তু সেটা করব না। আর তাকে কোনো ধরনের গুরুত্বও দিতে চাচ্ছি না।’
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে ওমর সানি চড় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়া ওমর সানিকে জায়েদ খান পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেয় বলে জানা যায়। যদিও বিষয়টি ডিপজল ও জায়েদ দুজনই গণমাধ্যমে অস্বীকার করেছেন।
পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান ওমর সানি। কিন্তু ঘটনার মোড় পাল্টে দেয় মৌসুমীর এক অডিও বার্তা। যেখানে এই চিত্রনায়িকা জায়েদ খানকে নির্দোষ দাবী করেছেন। আর এর পর থেকে ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জনও ছড়িয়েছে।
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমী
জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
২ বছর আগে
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। গতকাল (১২ জুন) জায়েদের বিরুদ্ধে শিল্পী সমিতিতে ওমর সানির লিখিত অভিযোগের পর আজ (১৩ জুন) গণমাধ্যমে তা অস্বীকার করেন মৌসুমী। যাকে নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত।মৌসুমী জানান, জায়েদের বিরুদ্ধে আনা ওমর সানির সকল অভিযোগ মিথ্যা। এরপর থেকেই গত দুইদিন ধরে চলমান আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। সন্দেহের তীর এবার ওমর সানির দিকে।গণমাধ্যমে মৌসুমীর দেয়া ব্ক্তব্যের পর ওমর সানি এবার ফেসবুক লাইভে আসেন। তিনি বলেন, 'আমার ৩২ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে (মৌসুমী) আমি বিয়ে করেছি ২৭ বছর। আমার দুটি ছেলে-মেয়ে আছে। আমি গতকাল জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি অভিযোগ করেছি। সেই অভিযোগের বিষয়ে আমি এখনো অটল।'
আরও পড়ুন: জায়েদের পক্ষে বললেন মৌসুমীওমর সানি আরও বলেন, 'মৌসুমী কী ভেবে জায়েদ খানকে ভালো বলেছে আমি জানি না। এই ঘটনাটি সামনে আমার অভিভাবক হিসেবে আমার ছেলে ফারদিন সবাইকে পরিষ্কার করবে। আমি চাইনা সংসার জীবনের এই ২৭ বছরে এসে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হোক। কিন্তু একজন বাইরের মানুষ এসে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছে। আপনারা নিজেরাই জানেন সে মানুষটি কে। আপনার দয়া করে মৌসুমীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনারা সবাই জানেন জায়েদ খান কী।'এর আগে গণমাধ্যমে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটি খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানি
ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে
জায়েদের পক্ষে বললেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্বের মূলে থাকা চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গতকাল (১২ জুন) শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন।জায়েদ খানকে চড় দেয়ার কারণ হিসেবে ওমর সানি অভিযোগ করেছেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে গত চার মাস বিরক্ত করছেন জায়েদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী।
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানিমৌসুমী বলেন, ‘জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিকতা আমি দেখিনি।সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমি আসলে জানি না কেন হচ্ছে।’মৌসুমী আরও বলেন, ‘এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। এখানে জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না।’ওমর সানিকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, এই ছোট করার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটি আমার সঙ্গেই সমাধান করার দরকার ছিল।সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না জানাটা খুব বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
২ বছর আগে