ক্রিকেট স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে আগ্রহী তাসকিন
ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত বাংলাদেশের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজে ভালো করতে আগ্রহী বলে জানিয়েছেন এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে ২৪ জুন দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: এমন ব্যাটিং সাকিবের কাছে গ্রহণযোগ্য নয়
ওই দুটি সিরিজেই অংশ নেবেন তাসকিন। এর আগে চোটের কারণে টেস্টে খেলতে পারেননি তিনি।
বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় অংশ নেন তাসকিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে- আমি সুস্থ হয়েছি বলে ডাক্তার সন্তুষ্ট, আমি ফিটনেস পরীক্ষা নিয়েও সন্তুষ্ট।এখন আমাকে মাঠে ভালো খেলতে হবে। আমি সত্যিই ভালো করতে আগ্রহী।’
আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই পেসার।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘দলীয় পারফরম্যান্স’ দেখতে চান সাকিব
২ বছর আগে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান ভালো পারফর্মেন্স দেখিয়েছেন।
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রান ও নাজমুল অর্ধশত করেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ৩৫৯ রান করে তাদের প্রথম ইনিংসে ঘোষণা করে। বাংলাদেশের পক্ষে ডানহাতি পেসার এবাদত ও বাঁহাতি পেসার মোস্তাফিজ তিনটি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।
সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রাজধানীতে ‘গলি গ্রাফিতি’
ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব
২ বছর আগে