এয়ার চিফ মার্শাল
ঢাকায় পৌঁছেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান ভি আর চৌধুরী
ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে রয়েছেন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের বিমান বাহিনী প্রধান। এ ছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
সফরকালে তিনি বিমান বাহিনীর প্রধান ঘাঁটি পরিদর্শন করবেন।
ভারতের বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া শুরু
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
৮ মাস আগে
কানাডার উদ্দেশে বিমান বাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তার স্ত্রী ও তিন সদস্যের সফরসঙ্গীদের নিয়ে আট দিনের সরকারি সফরে রবিবার কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এডি মেইনজিঞ্জারের আমন্ত্রণে তিনি দেশ ত্যাগ করেছেন।
সফরকালে বিএএফ-এর বিমান বাহিনী প্রধান কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও ববি কওন এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের সহকারী উপমন্ত্রী পল থপিলের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং রক্ষণাবেক্ষণ ইনস্টিটিউট ‘ক্যাসকেড অ্যারোস্পেস’, ‘ম্যাক্সক্র্যাফ্ট অ্যাভিওনিক্স ফ্যাসিলিটিস’ এবং ‘হেলিওয়েল্ডারস কানাডা ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন। এই সফরে তিনি ক্যাসকেড অ্যারোস্পেসে সংস্কার প্রক্রিয়ার অধীনে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের বর্তমান অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন।
এছাড়া তিনি অটোয়াতে ‘বেল হেলিকপ্টার ফ্যাসিলিটি’ এবং ‘অ্যাডভানটেক ওয়্যারলেস টেকনোলজি লিমিটেড ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর বিএএফ বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের পাশাপাশি পেশাদার খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিএএফের বিমান বাহিনী প্রধানের ২৩ জুন দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: ‘ইতিবাচক আলোচনার’ পর ঢাকা ত্যাগ করলেন জয়শঙ্কর
আবুধাবির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
২ বছর আগে