জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা
খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
খুলনায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই মামলার অন্য একটি ধারায় তাকে খালাস দেয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহমান চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় ২ আসামির কারাদণ্ড
খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, রূপসা উপজেলার জাবুসা মোড়ের জৈনক আব্দুল গনির দোকানের সামনে নেভীব্লু রংয়ের একটি ব্যাগ নিয়ে অজ্ঞাত একব্যক্তি ঘোরফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ৩২ বোতল ফেনসিডিল, হুস্কি এবং ভারতীয় মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
এই ঘটনায় ওই দিন রাতে র্যাবের ডিএডি মো. নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দুইটি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৫ ফেব্রুয়ারি রূপসা থানার উপপরিদর্শক (এসআই) এম এ করিম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২ বছর আগে