পাথরবোঝাই
কুড়িগ্রামে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি ) সন্ধা সাড়ে ৭টায় উপজেলার বঙ্গ সোনাহাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মৃত আশরাফুল ইসলাম (৩৩) পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রারপাড় এলাকার নূরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আশরাফুল। সোনাহাট বাজারে এসে অন্য একজনকে ডাকার জন্য অটো থেকে মাথা বের করেন তিনি। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় আশরাফুল। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্টের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২,আহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১ বছর আগে
মীরসরাইয়ে পাথরবোঝাই ট্রাকচাপায় নিহত ২
চট্টগ্রামের মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় বেপরোয়া গতির পাথরবোঝাই পিকআপ ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ (২৮)।
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, পাথরবোঝাই একটি মিনি ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে গেছে।
তিনি জানান, এ ঘটনায় আহত খোরশেদ আলম ও নাজমুল হোসেনকে বারইয়ারহাট একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন
২ বছর আগে