বুবলী
ভূতের মুখে রাম রাম: কার উদ্দেশ্যে বললেন বুবলী
ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আবারো আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে ‘ভূতের মুখে রাম রাম’ উল্লেখ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় বুবলী কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করলেন।
পোস্টে তিনি লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন…’
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
পোস্টটিতে তিনি আরো লিখেছেন, ‘অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না.. মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ২০০ এরও বেশি মন্তব্য করা হয়েছে।
কেউ কেউ ধারণা করছেন, বুবলীর এই পোস্ট শাকিব খানকে ঘিরে। কারণ সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বুবলীকে নিয়ে। যেখানে উঠে আসে কৌশিক হোসেন তাপস ও বুবলীকে ঘিরে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গ।
আরও পড়ুন: বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
১ বছর আগে
বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে এবার বিয়ের তারিখ জানালেন বুবলী। সোমবার শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি প্রকাশ করেন।
বুবলি তার পোস্টে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরনীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ ও ২১.০৩.২০২০। আমাদের বিয়ের তারিখ ও সন্তান জন্মের তারিখ। ছবিটি যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারের সামনে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।'
আরও পড়ুন: শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান: শাকিব খান
২ বছর আগে
ছেলের নামে ফেসবুক পেজ, দোয়া চাইলেন বুবলী
বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন আলোচনায় তুঙ্গে রয়েছে শাকিব-বুবলীর বিয়ে, বিচ্ছেদ ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে। আড়ালে থাকা ছেলেকে সবার সামনে আনতে পেরে বুবলী বেশ উচ্ছ্বসিত। তার প্রমাণ হিসেবে দেখা মেলে ছেলের নামে নতুন ফেসবুক পেজ।
রবিবার নিজের ফেসবুক পেজে ছেলের নতুন পেজটি শেয়ার করেছেন বুবলী। ছেলের ছবি দিয়ে সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছেলে শেহজাদ খান বীরকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তাকে আপনাদের প্রার্থনায় রাখুন!’
শেহজাদ খান বীরের ফেসবুক পেজ এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যার অনুসারীর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।
বুবলীর পোস্ট করা ছবিতে ছোট্ট বীরকে দেখা যায় নীল রঙের পাঞ্জাবি ও মাথায় টুপিতে।
আরও পড়ুন: শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান: শাকিব খান
এর আগে, ২৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন বুবলী। এরপর থেকে হইচই পড়ে যায়। এ নিয়ে শুরুতে তিনি সরাসরি মন্তব্য না করলেও শাকিব খানের দিকেই ছিল সবার আঙুল। আর শেষ পর্যন্ত সেটিই হলো।
বুবলী ও শাকিব দুজনেই ৩০ সেপ্টেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে জানান শেহজাদ খান বীর তাদের সন্তান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
২ বছর আগে
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান: শাকিব খান
এতদিন চিত্রনায়িকা বুবলীর সন্তান নিয়ে যে আলোচনা গণমাধ্যমে মাথাচাড়া দিয়েছিল তার অবসান হলো। শাকিব খান ও শবনম বুবলী তাদের সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আনেন।
শাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।'
তিনি আরও লেখেন, 'শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
বুবলীও তার পোস্টে একই কথা লেখেন।
আরও পড়ুন: চরম বাস্তবতার কারণে এক ছাদের নিচে থাকি না: ছেলের জন্মদিনে শাকিব
শাকিব খানের সঙ্গে বুবলির পর্দার জুটি ভাঙার পর থেকে অনেকদিন আড়ালে ছিলেন বুবলি। ২০১৮ সালের সেই আলোচনার পর্দা উন্মোচনের শুরু হয়েছিল কিছুদিন আগে ফেসবুকে বেবিবাম্প নিয়ে বুবলীর ছবিকে কেন্দ্র করে।
পরবর্তীতে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তা পরোক্ষভাবে স্বীকার করেন। আর জানিয়েছিলেন, শিগগিরই ঘটনার বিস্তারিত সামনে আনবেন।
আরও পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
২ বছর আগে
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে ‘তালাশ’। এই সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক আদর আজাদ। একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির পরিচালক সৈকত নাসির।সিনেমা মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের গণমাধ্যমের মুখোমুখি হন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীরা।
মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’। বিশেষ করে তরুণ প্রজন্মদের সিনেমাটি ভালো লাগবে। সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলি অনেক সাহায্য করেছেন। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারিবুবলী বলেন, ‘সিনেমার নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্র নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্যেই এই সিনেমা।’অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
২ বছর আগে